shono
Advertisement
IPL 2025

'তুমি খুব ভালো', ধোনি-হার্দিকদের 'দোস্ত' হয়ে উঠেছে রোবট কুকুর, ভিডিওয় মজে নেটপাড়া

ক্রিকেটারদের সঙ্গে খেলতেও দেখা গিয়েছে তাকে।
Published By: Prasenjit DuttaPosted: 09:00 PM Apr 14, 2025Updated: 09:00 PM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাকে বলা হচ্ছে আইপিএল পরিবারের নতুন সদস্য। আর সেই সদস্যকে ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো। যাকে নিয়ে এত উৎসাহ, সে কিন্তু রক্তমাংসের কেউ নয়, বরং এক রোবট সারমেয়। আইপিএলের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। দেখা যাচ্ছে, একটি রোবট কুকুর ক্রিকেটারদের সঙ্গে প্র্যাকটিস সেশনে অংশ নিয়েছে। ক্রিকেটাররা যেন তার বন্ধু। তাঁদের সঙ্গে খেলতেও দেখা গিয়েছে তাকে।

Advertisement

এই রোবট কুকুর কিন্তু অভিনব। তার শরীরে ক্যামেরা লাগানো। তাকে ড্যানি মরিসনের কথা মেনে চলতেও দেখা গিয়েছে। ক্রিকেটারদের সঙ্গে হাতও মিলিয়েছে সে। এমনকী দু'পায়ে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার রিস টিপলিকে একেবারে অবাক করে দিয়েছে। তিনি আবার জিজ্ঞেস করেন, 'এটা কী ধরনের কুকুর?'

তাকে আম্পায়ারের মতো অঙ্গভঙ্গিও করতে দেখা গিয়েছে। হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল তার সঙ্গে মজা করেছে। অক্ষর তো বিস্ময়ের সুরে জিজ্ঞেস করেন, 'এটা কী?' ঘটনাচক্রে চারপেয়ে এই যান্ত্রিক সারমেয় হার্দিকের কথামতো কাজও করেছে। একেবারে দিলখুশ মুডে মুম্বই অধিনায়ক তাকে আবার 'ভালো ছেলে'ও বলেন। এমনকী সোমবার সন্ধ্যায় সিএসকে বনাম এলএসজি ম্যাচের আগে মহেন্দ্র সিং ধোনিকেও এই 'রোবট ডগ'কে আদর করতে দেখা যায়।

টিভিতে যে সমস্ত দর্শক খেলা দেখছেন, তাঁরা আবার ফিল্ড প্লেসিং ‘লাইভ’ দেখতে পাচ্ছেন অধিকাংশ সময়। ক্রিকেটারদের ‘থ্রি ডি’ ছবিও দেখা যাচ্ছে কখনও। কেউ ব‌্যাট করতে নামলে, তাঁর সঙ্গে সঙ্গে হাঁটবে সংশ্লিষ্ট সেই প্লেয়ারের অনন‌্য সমস্ত কীর্তি! এ সবই হবে রোবট সারমেয়র কল্যাণে। আপাতত তাকে নিয়ে মজে নেটপাড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটি রোবট কুকুর ক্রিকেটারদের সঙ্গে প্র্যাকটিস সেশনে অংশ নিয়েছে।
  • ক্রিকেটাররা যেন তার বন্ধু।
  • তাঁদের সঙ্গে খেলতেও দেখা গিয়েছে তাকে।
Advertisement