shono
Advertisement
Rohit Sharma

'খুব শিগগিরই বড় ইনিংস আসছে', রোহিতের মানসিকতার প্রশংসা প্রাক্তন মুম্বই কোচের

হার্দিক পাণ্ডিয়ারও প্রশংসা করেছেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 02:05 PM Apr 18, 2025Updated: 02:11 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'রান মেশিন' সানরাইজার্স হায়দরাবাদকে চার উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্সের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন রোহিত শর্মা। ১৬ বলে ২৬ রানের ইনিংসে হাঁকিয়েছিলেন তিনটি বিশাল ছয়। এরপর অবশ্য প্যাট কামিন্সের বলে ট্র্যাভিস হেডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। যদিও ছোট হলেও কার্যকরী এই ইনিংসটি দেখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মার্ক বাউচার মনে করছেন, 'হিট ম্যানে'র বড় রান পাওয়া সময়ের অপেক্ষা।

Advertisement

সম্প্রচারকারী সংস্থাকে বাউচার বলেন, "রোহিত কিন্তু আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল। একেবারে ট্রেডমার্ক স্টাইলে ছয়ও মারে। রোহিতের মানসিকতা মনে ধরেছে। বোলারদের চাপেও ফেলেছিল। মনে হচ্ছিল বড় রান করে দেবে। আমার বিশ্বাস, খুব তাড়াতাড়িই ও বড় রান করতে চলেছে। আশা করি খুব দ্রুত আমরা পুরনো রোহিতকে দেখতে পাব।"

মুম্বইয়ের জয়ের পিছনে অসাধারণ অবদান রেখেছেন ইংরেজ অলরাউন্ডার উইল জ্যাকস। তিন ওভারে মাত্র ১৪ রানে ২ উইকেট নেন তিনি। তাছাড়াও তাঁর ২৬ বলে ৩৬ রান দলকে জেতাতে সাহায্য করে। বাউচার বলেন, "জ্যাকস কিন্তু চাপের মধ্যে ছিল। শুরুর দিকে তাই হয়তো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। তবে ও খুব প্রতিভাবান। দারুণ একজন অলরাউন্ডারও। বোলিংয়ের ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা নিতে পারে।"

হার্দিক পাণ্ডিয়ার প্রশংসায় প্রাক্তন এই মুম্বই কোচ বলেন, "হার্দিক পান্ডিয়া বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। ও জ্বলে উঠলে দলও সাধারণত জেতে। বোলার হিসেবে ও যেভাবে ভূমিকা নিচ্ছে, তা প্রশংসার দাবি রাখে। হার্দিক কেবল পাওয়ার প্লেতে বল করছে না। মিডল ওভারেও আসছে। উইকেটও নিচ্ছে। এটা ওকে আত্মবিশ্বাসীও করছে। ব্যাটিংয়ের ক্ষেত্রেও শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলা শেষ করছে।" মুম্বইয়ের পরবর্তী ম্যাচ রবিবার সন্ধ্যায়। পাণ্ডিয়া ব্রিগেড চাইবে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন রোহিত শর্মা।
  • ১৬ বলে ২৬ রানের ইনিংসে হাঁকিয়েছিলেন তিনটি বিশাল ছয়।
  • ছোট হলেও কার্যকরী এই ইনিংসটি দেখে প্রাক্তন ক্রিকেটার মার্ক বাউচার খুশি।
Advertisement