সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ইডেন। ইতিহাস যেন এখনও কথা বলে ওঠে। সোমবার রাতে এক নতুন তারকার জন্ম দেখেছে বিশ্ব ক্রিকেট। না, সেই শুরুটা ক্রিকেটের 'মক্কা' ইডেন গার্ডেন্স থেকে হয়নি। তবুও কোথাও গিয়ে ইডেনের সঙ্গে ঠিক জুড়ে গেল বৈভব সূর্যবংশীর নাম।
কীভাবে? তার জন্য ফিরে যেতে হবে ২০১৭ সালে। তখন আইপিএলে খেলত আটটি দল। অধুনালুপ্ত রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাট লায়ন্সও খেলত সেই সময়। ৩ মে ইডেনে নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচ ছিল রাইজিং পুনে সুপারজায়ান্টসের। সেই ম্যাচে ৪ উইকেটে জেতে আরপিএস। আর সেই জয়ের সাক্ষী ছিল বৈভব। বাবা সঞ্জীব সূর্যবংশীর কোলে চেপে ইডেনের ম্যাচ দেখেছিল সে। তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর।
সেই ম্যাচে কাকে সমর্থন করেছিল বৈভব? না, কেকেআর নয়। তার পরনে ছিল আরপিএসের জার্সি। মাথায় ফেট্টিতে লেখা 'পুনে'। সেই ফ্র্যাঞ্চাইজির মালিকের নাম ছিল সঞ্জীব গোয়েঙ্কা। যিনি এখন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার। বৈভবের বিধ্বংসী ইনিংসের পর সোশাল মিডিয়ায় ইডেনে তার ম্যাচ দেখার ছবি পোস্ট করেন গোয়েঙ্কা।
সঙ্গের ক্যাপশনে লেখেন, 'গতকাল রাতে আমি অবাক হয়ে ম্যাচটি দেখছিলাম। আর আজ সকালে আমি একটা ছবি দেখতে পাই। ৬ বছরের বৈভব আমার তখনকার দল রাইজিং পুনে সুপারজায়ান্টসকে সমর্থন করছে। ধন্যবাদ বৈভব। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল।' মজার বিষয়, বৈভবের অভিষেকও হয় গোয়েঙ্কার বর্তমান দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ছয় মেরে ইনিংস শুরু করেছিল ১৪ বছরের কিশোর। সেই ম্যাচে তার আবির্ভাবের পদধ্বনি শোনা গিয়েছিল। সোমবারের জয়পুর দেখল, আগামীর এক মহাতারকার গর্জন।
