সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালস ম্যাচটা ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে মরণবাঁচন। রবিবার হেরে গেলে প্লে অফ স্বপ্ন প্রায় শেষ হয়ে যেত। সেখান থেকে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে রাজস্থানকে ১ রানে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন এখনও জিইয়ে রেখেছেন নাইটরা। আর এমন রুদ্ধশ্বাস জয়ের পর উচ্ছ্বসিত কেকেআর মালিক শাহরুখ খান।
রবিবার ইডেনে উপস্থিত থাকতে পারেননি 'বাদশা'। তিনি এখন নিউ ইয়র্কে। সেখান থেকেই নাইটদের জন্য বার্তা পাঠিয়েছেন তিনি। এক কেকেআর কর্ণধার দলের ক্রিকেটারদের সেই বার্তা পড়ে শুনিয়েছেন। সেখানে দলের প্রত্যেককে অভিনন্দন জানাতে দেখা গিয়েছে শাহরুখ খানকে।
শাহরুখ লিখেছেন, 'রুদ্ধশ্বাস একটা ম্যাচ ছিল। রাসেলকে ফর্মে ফিরে আসতে দেখে খুব ভালো লাগল। তুমি একজন কিংবদন্তি। বরুণ তো পুরো ম্যাজিক দেখিয়ে দু'টি উইকেট তুলে নিয়েছে। দুর্দান্ত গুগলি! সুনীলও খুব ভালো। হর্ষিতও দারুণ। মনে হচ্ছে আগ্রাসন ফিরে এসেছে। আর বৈভবও মুগ্ধ করেছে। অসাধারণ বোলিংয়ের জন্য শুভেচ্ছা। অঙ্গকৃষ তুমি তো একজন রত্ন। এভাবেই শক্তিশালী হও।'
এরপর নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে সম্পর্কে তাঁর সংযোজন, 'অসাধারণ ক্যাচ। অসাধারণ ব্যাটিং। গোটা ম্যাচে দারুণ নেতৃত্ব দিয়েছ। মইন ভাই, গ্যালারিতে তোমার সন্তানদের দেখে ভালো লাগল। তারাও নিশ্চয়ই বাবাকে দেখে খুব খুশি হবে। গুরবাজ, দারুণ শুরুটা দারুণ করেছিলে। এভাবেই আরও শক্তিশালী হও। রিঙ্কু, তুমি ঈশ্বরের দান। তোমাদের দেখে সত্যিই খুব আনন্দিত। অসাধারণ বেটা। তোমাদের ভালোবাসি। তোমরা ম্যাচ উইনার। নিউ ইয়র্কে শেষ দুই ওভার দেখেছি। উফ! প্রচণ্ড টেনশনের ম্যাচ ছিল! সুস্থ থেকো বন্ধুরা। অভিনন্দন, কেকেআর।' উল্লেখ্য, প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ২০৬ রান। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করে রাজস্থান। শেষমেশ ১ রানে জিতে প্লে অফের স্বপ্ন চাঙ্গা রেখেছে কেকেআর। এখন তারা পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে।
