সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যন্ত্রণায় কাতরাচ্ছেন সতীর্থ। কিন্তু দলের অধিনায়ক তখন ব্যস্ত বিপক্ষ শিবিরের বন্ধুর সঙ্গে হাসাহাসি করতে! এমন ঘটনা ঘিরে বিতর্কে জড়ালেন শুভমান গিল (Shubhman Gill)। ঘটনার ভিডিও ভাইরাল হতেই গুজরাট টাইটান্স (Gujarat Titans) অধিনায়কের সমালোচনায় মুখর নেটিজেনরা। এমনকি ভারতীয় ক্রিকেটের 'প্রিন্স'কে ভাঁড় বলেও কটাক্ষ করেছেন তাঁরা।
রবিবারের ম্যাচে মহম্মদ সিরাজের দাপটে গুঁড়িয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ২০ ওভারে মাত্র ১৫২ রান তোলে প্যাট কামিন্সের দল। রান তাড়া করতে নেমে সহজেই ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স। ৪৩ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন অধিনায়ক গিল নিজেই। কিন্তু ম্যাচ চলাকালীন একটি ঘটনার ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনার শিকার হয়েছেন শুভমান।
ঠিক কী নিয়ে বিতর্ক? হায়দরাবাদ ইনিংসের ষষ্ঠ ওভার চলাকালীন ব্যাট করছিলেন ঈশান কিষান। পয়েন্টের দিকে শট মেরে সিঙ্গল নেন তিনি। কিন্তু বল তাড়া করতে গিয়ে মাঠে পড়ে যান গুজরাটের ফিল্ডার গ্লেন ফিলিপস। এতটাই যন্ত্রণা বোধ করেন যে মাঠেই শুয়ে পড়েন কিউয়ি তারকা। সঙ্গে সঙ্গে মাঠে এসে গ্লেনের শুশ্রুষা শুরু করেন ফিজিওরা। ছুটে আসেন গুজরাটর আরেক ফিল্ডার ওয়াশিংটন সুন্দরও।
কিন্তু মাঠের এক জায়গায় যখন এত কাণ্ড ঘটছে, তখন দলের অধিনায়ক ব্যস্ত তাঁর প্রিয় বন্ধুর সঙ্গে হাসাহাসি করতে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ফিলিপস যখন মাঠে পড়ে কাতরাচ্ছেন তখন ঈশানের সঙ্গে হাসাহাসি করছেন শুভমান। বেশ খানিকক্ষণ পরে অবশ্য তিনি বুঝতে পারেন, তাঁরই দলের এক ক্রিকেটার চোট পেয়েছেন। তবে ঠিক কতখানি চোট, লেগেছিল ফিলিপসের, সেটা বুঝতে পারেননি গুজরাট অধিনায়ক। তাঁর এই আচরণ ঘিরেই নেটদুনিয়ায় নিন্দার ঝড়। হাসাহাসি করায় শুভমানকে শুনতে হচ্ছে 'ভাঁড়' কটাক্ষও।