shono
Advertisement
Vaibhav Suryavanshi

'এই বয়সেই এত রেকর্ড!' 'বিহারের ছেলে' বৈভবে মুগ্ধ খোদ প্রধানমন্ত্রী

সূর্যবংশীকে নিয়ে কী বলেছেন মোদি?
Published By: Prasenjit DuttaPosted: 09:46 PM May 04, 2025Updated: 12:27 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছর বয়সে বাইশ গজে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সাহসী সেঞ্চুরি দেখে মোহিত আট থেকে আশি। নেট দুনিয়া তো বটেই, তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটাররাও। এমনকী এই 'বিস্ময় বালকে'র প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)।

Advertisement

বৈভবকে নিয়ে কী বলেছেন মোদি? তিনি বলেন, "আমরা সকলেই বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে। অনেক পরিশ্রমের ফসল এটা। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।"

গোটা বিশ্বে এত কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড আর কারওর নেই। ইউসুফ পাঠানকে টপকে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান করেছে বিহারের এই ক্রিকেটার। তার এই সেঞ্চুরি দেশের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে বলে প্রধানমন্ত্রীর সংযোজন, "যে যত বেশি খেলবে, তার তত উন্নতি হবে।" উল্লেখ্য, ইডেনে এদিন ২ বলে ৪ রানে আউট হন বৈভব। তার দল রাজস্থান রয়্যালস কেকেআরের কাছে ১ রানে হার স্বীকার করে।

সামনেই বিহার ভোট। ওয়াকিবহাল মহলের ধারণা, নির্বাচনের আগে 'বিহারের ছেলে' বৈভবকে নিয়ে মোদির এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ। রবিবার খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈভবের প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাটনা যেতে না পারায় প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি বক্তব্য রাখেন। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে চলবে ৪ থেকে ১৫ মে পর্যন্ত। কিছু ইভেন্ট দিল্লিতেও অনুষ্ঠিত হবে। তবে, বেশিরভাগ ইভেন্টই হবে পাটনা, রাজগির, গয়া, ভাগলপুর এবং বেগুসরাইতে। কেবলমাত্র শুটিং, জিমন্যাস্টিকস এবং ট্র্যাক সাইক্লিং ইভেন্ট হবে দিল্লিতে। প্রায় ৫০০০ অংশগ্রহণকারী প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৈভবের ৩৫ বলে সাহসী সেঞ্চুরি দেখে মোহিত আট থেকে আশি।
  • নেট দুনিয়া তো বটেই, তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটাররাও।
  • এমনকী এই 'বিস্ময় বালকে'র প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
Advertisement