shono
Advertisement
IPL 2025

পহেলগাঁও হামলার ছায়া আইপিএলে, কালো ব্যান্ড পরে নামল দুই দল, শোকবার্তা অধিনায়কদের

সুপার কাপের ম্যাচেও পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
Published By: Subhajit MandalPosted: 08:06 PM Apr 23, 2025Updated: 08:06 PM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টা আগে দেশে ভয়াবহ জঙ্গি হামলা হয়ে গিয়েছে। গোটা দেশেই শোকের আবহ। এই পরিস্থিতিতে আইপিএলকে অনেকেই বিলাসিতা বলে মনে করছেন। আইপিএল আপাতত স্থগিত রাখার দাবিও উঠেছে। সেই দাবি মানেনি বিসিসিআই। মানা সম্ভবও ছিল না। এত বড় টুর্নামেন্ট রাতারাতি বন্ধ করা যায় না। কিন্তু আইপিএলের বিনোদনের আবহেও পহেলগাঁওয়ের শোক ভালোমতোই প্রভাব ফেলল।

Advertisement

আগেই সিদ্ধান্ত হয়েছিল, আজকের মুম্বই ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে কোনও আতশবাজির রোশনাই থাকবে না। চিয়ারলিডারের নাচও বন্ধ থাকবে। এছাড়া ম্যাচের আগে নীরবতা পালন করা হবে। দুদলের সমস্ত প্লেয়ার ও আম্পায়াররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন। সেইমতোই এদিন দুই দলের ক্রিকেটাররা নামলেন কালো আর্মব্যান্ড পরে। কোনও চিয়ারলিডারের নাচ দেখা যায়নি। আতসবাজিও বন্ধ ছিল।

খানিকটা অপ্রত্যাশিতভাবে দুই দলের অধিনায়কও টসের সময় পহেলগাঁও হামলার নিন্দা করেছেন। মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা দিয়েছেন। এদিন টস জেতার পর মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, "নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। একটা পরিষ্কার বার্তা দিতে চাই, যারা এমনটা করেছে তারা কাপুরুষ।" হার্দিকের সুর প্রতিধ্বনিত হল প্যাট কামিন্সের গলাতেও। তিনি বললেন, "এটা একটা হদয়বিদায়ক ঘটনা। শুধু সানরাইজার্সে খেলি বলে নয়, প্রত্যেক অস্ট্রেলিয়ানের তরফে নিহতদের পরিবারকে সমবেদনা জানাই।" কামিন্স বলছেন, "আমরা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা প্রত্যেকেই ভারতে প্রচুর সম্মান পাই। এটা আমাদের জন্য ভীষণ বিব্রতকর।"

শুধু আইপিএল নয়, ফুটবলে সুপার কাপের ম্যাচেও পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। গোটা ক্রীড়ামহল এই নিন্দনীয় হামলার বিরুদ্ধে একত্রিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগেই সিদ্ধান্ত হয়েছিল, আজকের মুম্বই ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে কোনও আতশবাজির রোশনাই থাকবে না।
  • দুদলের সমস্ত প্লেয়ার ও আম্পায়াররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন।
  • সেইমতোই এদিন দুই দলের ক্রিকেটাররা নামলেন কালো আর্মব্যান্ড পরে।
Advertisement