সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দরে সুন্দরে মিলে গেলে যা হয় আর কী। এখানে এক সুন্দর (Sundar Pichai) আরেক সুন্দরের হয়ে ব্যাট ধরলেন। মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১ রানে হেরে যায় গুজরাট টাইটান্স। গুজরাটের প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। সোশাল মিডিয়ায় একজন ভক্ত যা নিয়ে সরব হয়েছিলেন।

তাঁর প্রশ্ন ছিল, সুন্দরের মতো জাতীয় দলের হয়ে খেলা একজন প্রতিভা কীভাবে দলে জায়গা পাচ্ছে না? তিনি লেখেন, 'সুন্দর ভারতীয় দলের সেরা ১৫ দলে অনায়াসে ঢুকে পড়তে পারেন। অথচ কোনও আইপিএল দলেই প্রথম এগারোয় জায়গা করে নিতে পারেন না। এটা একটা অদ্ভুত রহস্য!'
এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। অনেকেই অনেক কথা বলছিলেন। কেউ কেউ তো ওয়াশিংটনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও নামানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পোস্টটির কমেন্টে গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) মন্তব্য করে বসেন। তিনি লেখেন, 'আমিও এটা নিয়ে ভাবছি।'
আচমকা সুন্দর পিচাইয়ের মতো ব্যক্তিত্বের এমন মন্তব্য দেখে অবাক হয়ে যান সকলেই। কিছুটা ধাতস্ত হয়ে যিনি ওয়াশিংটনকে নিয়ে পোস্ট করেছিলেন, তিনিই আগ বাড়িয়ে তাঁর কাছে চাকরি চেয়ে বসেন। লেখেন, 'স্যর আমার জন্য গুগলে একটা চাকরির ব্যবস্থা করে দিন।' পিচাই অবশ্য সুন্দরভাবে বিষয়টা এড়িয়ে গিয়েছেন। উল্লেখ্য, গুগল সিইও-র কাছে ক্রিকেটপ্রেম নতুন কিছু নয়। তিনি যে এবারের আইপিএলেও নজর রাখছেন, সেটাই যেন স্পষ্ট হল।