shono
Advertisement
IPL 2025

সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএলে অভিষেক, লখনউয়ের বিরুদ্ধেই মাঠে নামছে ১৪ বছরের বৈভব!

আহত সঞ্জু স্যামসনের বদলে দলে ঢুকেছে কিশোর প্রতিভা।
Published By: Arpan DasPosted: 07:55 PM Apr 19, 2025Updated: 08:17 PM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে ইতিহাস লিখতে চলেছে বৈভব সূর্যবংশী। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হবে রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ক্রিকেটারের। আহত সঞ্জু স্যামসনের বদলে দলে ঢুকেছে কিশোর প্রতিভা। তবে প্রথম একাদশে নেই সে। আছে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায়। কিন্তু টসের সময় রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ জানিয়ে দেন, বৈভব পরে ব্যাট করবে।

Advertisement

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। ফলে প্রথম ইনিংসে বৈভবের ব্যাটিং দেখার সুযোগ পাবেন না দর্শকরা। তবে রাজস্থানের অধিনায়ক রিয়ান বলেন, "আমরাও প্রথমে বল করতে চেয়েছিলাম। আশা করছি আগের দিনের থেকে ভালো পারফর্ম করব। কিশোর প্রতিভা বৈভবও এই ম্যাচে আছে।" পরে রাজস্থান রয়্যালসের তরফ থেকেও সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। যেখানে লেখা রয়েছে, "ভালো করে খেলো বৈভব।" অর্থাৎ মাত্র ১৪ বছর ২৩ দিনে অভিষেক হবে তাঁর।

আইপিএল মহা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তখন তাঁর বয়স ছিল ১৩। বাঁহাতি এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এই বছরেই অভিষেক হয় বিহারের জার্সিতে। তার পর খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজে। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করে বৈভব। ১২ বছর ২৮৪ দিন বয়সে রনজিতে অভিষেক হয় তার। অর্থাৎ বয়সের নিরিখে তখনই শচীনকে ছাপিয়ে যায় বৈভব।

স্বাভাবিক ভাবেই কিশোর প্রতিভার কবে অভিষেক হয়, সেই নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। তবে রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড় কিছুদিন আগে বলেছিলেন, "আমাদের দায়িত্ব ওকে ভালোভাবে তৈরি করা। পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে গেলে আরও কিছুটা সময় দিতে হবে। অন্য ক্রিকেটারদের সঙ্গে আরও প্র্যাকটিস করতে হবে ওকে। এভাবেই ও অভিজ্ঞতা অর্জন করবে। সরাসরি দর্শকদের সামনে দাঁড় করিয়ে দেওয়ার আগে এগুলোও কিন্তু বৈভবের জন্য দারুণ অভিজ্ঞতা।" অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিনটি এল বৈভবের জীবনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে ইতিহাস লিখতে চলেছে বৈভব সূর্যবংশী।
  • সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হবে রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ক্রিকেটারের।
  • আহত সঞ্জু স্যামসনের বদলে দলে ঢুকেছে কিশোর প্রতিভা। তবে প্রথম একাদশে নেই সে। আছে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায়।
Advertisement