shono
Advertisement
KKR

বাকি দুই ম্যাচ, এখনও কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

অঙ্কটা কিন্তু বেশ জটিল।
Published By: Prasenjit DuttaPosted: 01:39 PM May 08, 2025Updated: 01:39 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 'মাস্ট উইন' ম্যাচে বুধবার ইডেনে নেমেছিল কেকেআর। অথচ শেষ ওভারে ধোনির সুবিশাল ছক্কায় সমস্ত হিসেব ওলটপালট হয়ে কার্যত 'বিদায়ে'র ভ্রূকুটি নাইটদের সামনে। অঙ্কের হিসেবে এখনও প্লে অফ স্বপ্নে টিকে থাকলেও কেকেআর কার্যত 'ভেন্টিলেশনে'। কোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারে নাইটরা?

Advertisement

অঙ্কটা কিন্তু বেশ জটিল। একমাত্র মিরাকেল কিছু ঘটলেই প্লে অফে খেলতে দেখা যাবে রাহানেদের। আপাতত নাইটদের পয়েন্ট ১২ ম্যাচে ১১। বাকি দুই ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৫। এদিকে, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ইতিমধ্যেই ১৬। সুতরাং এই দুই টিমকে কোনওভাবেই ধরতে পারবে না নাইটরা। তবে এরপরেও সূক্ষ্ম একটা পথ এখনও আছে। যদিও এক্ষেত্রে অন্য দলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনও উপায় নেই তাদের।

কেকেআরের সঙ্গে প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখছে আরও চার দল। মুম্বই ইন্ডিয়ান্স এখন ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে। পাণ্ডিয়া ব্রিগেড যদি বাকি দু'টো ম্যাচ হারে, তাহলে ১৪ পয়েন্টেই থেকে যাবে। সেক্ষেত্রে কেকেআর বাকি দুই ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট নিয়ে মুম্বইয়ের উপরে উঠে আসবে। ১১ মে এবং ১৫ মে মুম্বইয়ের প্রতিপক্ষ যথাক্রমে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। কেকেআর চাইবে পাঞ্জাব এবং দিল্লির জয়। মুম্বইকে যদি পাঞ্জাব হারিয়ে দেয়, তাহলে ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছে যাবে প্রীতি জিন্টার দল।

অন্যদিকে, যেভাবেই হোক মুম্বইয়ের বিরুদ্ধে জিততেই হবে দিল্লিকে। কিন্তু নাইটরা এরপর কখনও চাইবে না বাকি দুই ম্যাচে দিল্লি জিতুক। কেবল তাই নয়, সেক্ষেত্রে পাঞ্জাব এবং গুজরাটের বিরুদ্ধে বড় ব্যাবধানে অক্ষর প্যাটেলদের পরাজয় কামনা করা ছাড়া নাইট সমর্থকদের কাছে আর কোনও রাস্তা নেই। একমাত্র এমন 'অলৌকিক' কিছু ঘটলেই দিল্লির পয়েন্ট থাকবে ১৫।

তাছাড়াও লখনউ সুপার জায়ান্টসকে বাকি তিন ম্যাচের অন্তত একটিতে হারতে হবে। তাহলে ঋষভ পন্থদের পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে পরপর দুই ম্যাচ জিতলে কেকেআর সহজেই টপকে যাবে দিল্লিকে। যদিও রানরেটের দিকেও নজর রাখতে হবে নাইটদের। আপাতত এসব ভুলে কেকেআরের লক্ষ্য, বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে জয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষ ওভারে ধোনির সুবিশাল ছক্কায় সমস্ত হিসেব ওলটপালট হয়ে কার্যত 'বিদায়ে'র ভ্রূকুটি নাইটদের সামনে।
  • অঙ্কের হিসেবে এখনও প্লে অফ স্বপ্নে টিকে থাকলেও কেকেআর কার্যত 'ভেন্টিলেশনে'।
  • কোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারে নাইটরা?
Advertisement