সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা ম্যাচে নাকি উত্যক্ত করেছে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা! যুব এশিয়া কাপের ফাইনালের পর এবার আইসিসিতে নালিশ করতে চলেছে পাকিস্তান। খোদ পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি বলছেন, ভারতীয় ক্রিকেটারদের আচরণ আপত্তিকর।
বড়দের এশিয়া কাপে তিন-তিনবার সূর্যকুমারদের কাছে হেরেছে পাকিস্তান। তাদের সেই জ্বালা যেন কিছুটা মিটেছে সংযুক্ত আরব আমিরশাহিতে বৈভব সূর্যবংশীদের হারিয়ে। ফাইনালে সমীর মিনহাসের ১৭২ রানের দাপটে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে একরাশ লজ্জা উপহার দেয় বৈভব-অভিজ্ঞানরা কুণ্ডুরা। বিশেষ করে আয়ুষ মাত্রের ফর্ম বেশ খারাপ। ফাইনালে বিরাট রান তাড়া করতে নেমে বৈভব মাত্র ২৬ রান করে আউট হয়ে যায়।
এই জয়ের পর যেন পুরনো জ্বালা মেটানোর জন্য উঠে পড়ে লেগেছেন নকভি। তাঁর অভিযোগ, ফাইনালে শুধু ভারত খারাপ খেলেছে তাই নয়, সেই সঙ্গে অখেলোয়াড়োচিত আচরণও করেছে। পাক বোর্ডের প্রধানের দাবি, ফাইনালে আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীদের ব্যবহার আপত্তিকর। তারা বরাবর উত্যক্ত করছিল পাকিস্তানের ক্রিকেটারদের। এমনকী বৈভব-আয়ুষ মাত্রেরা মারমুখী হয়ে তেড়ে এসেছিলেন বলেও অভিযোগ পাক দলের। পাকিস্তান দলের মেন্টর সরফরাজ আহমেদ দাবি করেন, “ভারতের আচরণ একেবারেই ভালো ছিল না। ক্রিকেট মাঠে তাদের আচরণ অনৈতিক। কিন্তু আমরা স্পোর্টসম্যানশিপ নিয়েই জয় সেলিব্রেট করেছি। আমরা সেটাকেই প্রাধান্য দিই। ভারত সেটা করে না।”
এই ইস্যুতে আসরে নেমেছেন মহসিন নকভিও। তিনি বলছেন, "ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের লাগাতার উত্যক্ত করে গিয়েছে। আমরা এটা নিয়ে সরকারিভাবে আইসিসিতে অভিযোগ জানাব।" নকভির বক্তব্য, "খেলা আর রাজনীতিকে সবসময় আলাদা রাখা উচিত।"
