shono
Advertisement
Amit Mishra

'ধোনি আমার কেরিয়ার শেষ করেছে...', নীরবতা ভেঙে সত্যিটা জানালেন অমিত মিশ্র

চলতি বছরেই অবসর নিয়েছেন অমিত।
Published By: Arpan DasPosted: 12:39 PM Dec 23, 2025Updated: 07:43 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অমিত মিশ্র। প্রায় দুই দশক জুড়ে বিস্তৃত তাঁর ক্রিকেট কেরিয়ার। তবে ২০১৭-তেই শেষ হয়ে যায় তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। অনেকে মনে করেন, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল অমিতের। কিন্তু তিনি নিজে কী মনে করেন?

Advertisement

সম্প্রতি একটি পডকাস্টে ভারতের প্রাক্তন স্পিনার বলেন, "লোকে বলে ধোনি না থাকলে আমার কেরিয়ার আরও ভালো হত। কিন্তু কে জানে, ও না থাকলে আমি হয়তো দলেই থাকতাম না। আমি মূলত ওর অধীনেই খেলেছি। বারবার কামব্যাক করেছি। অধিনায়ক হিসেবে ও রাজি হত বলেই তো দলে ফিরতে পেরেছি। তাই আমি বিষয়টাকে ইতিবাচক দিক থেকে দেখতে চাই।"

তথ্যও কিন্তু তাই বলছে। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ওয়ানডেতে খেলেছেন অমিত। অন্যদিকে টেস্ট কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের সময়কালেই। পরে অবশ্য কোহলির নেতৃত্বেও খেলেন। তবে ধোনির অধিনায়কত্ব নিয়ে অমিতের সাফ বক্তব্য, "আমি সেই সমর্থনটা পেয়েছি। যখনই আমি প্রথম একাদশে থেকেছি, তখনই ধোনি এসে পরামর্শ দিত। সব সময় আমার সঙ্গে কথা বলত। আমার যে শেষ ওয়ানডে সিরিজ, সেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিল। একটা ম্যাচে আমি রান আটকানোর কথা ভাবছিলাম, উইকেটের চেষ্টা করছিলাম না। তখন ধোনি এসে বলে এটা আমার স্বাভাবিক বোলিং নয়। তারপর নিজের মতো বোলিং করেই আমি ৫ উইকেট তুলি। আমার মতে, ওটা আমার কেরিয়ারের সেরা বোলিং।"

উইকেট তুলতে না পারলে ম্যাচ জেতা যায় না। এটাই ছিল ধোনির দর্শন। আর সেটা যে ঠিক, তা বারবার প্রমাণও করেছেন। সেটাকেই ফের সমর্থন করলেন অমিত মিশ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লতি বছরই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অমিত মিশ্র। প্রায় দুই দশক জুড়ে বিস্তৃত তাঁর ক্রিকেট কেরিয়ার।
  • তবে ২০১৭-তেই শেষ হয়ে যায় তাঁর আন্তর্জাতিক কেরিয়ার।
  • অনেকে মনে করেন, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল অমিতের।
Advertisement