shono
Advertisement
Virat Kohli

'দল পরিবর্তন করে দেখুক বিরাট', আরসিবি ছিটকে যাওয়ার পরে পরামর্শ প্রাক্তন তারকার

কোন দলে বিরাটকে যেতে বলছেন প্রাক্তন তারকা?
Published By: Krishanu MazumderPosted: 02:18 PM May 23, 2024Updated: 02:18 PM May 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারলেন না বিরাট কোহলি। স্বপ্ন শেষ তাঁর। স্বপ্ন ভাঙল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও। ১৭ বছর অতিক্রান্ত হল। বিরাট কোহলি ট্রফি জিততে পারলেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রফি ক্যাবিনেটে জায়গা পেল না আইপিএল ট্রফি।

Advertisement

রাজস্থান রয়্যালসের কাছে প্লে অফে হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দৌড় শেষ হয়ে গেল আইপিএলে। তার পরেই কেভিন পিটারেসেনের মতো প্রাক্তন ক্রিকেট তারকারা কোহলিকে দল পরিবর্তন করতে বলছেন। 

[আরও পড়ুন: ‘আত্মসম্মান বাঁচাতে খেলেছি’, আইপিএল থেকে বিদায়ের পর বলছেন বিরাট]


ট্রফি জিততে হলে কোহলির উচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে অন্য কোনও দলে যাওয়া। কেভিন পিটারসেন বলছেন, ''আমি অতীতেও বলেছি, আবারও বলছি। অন্যান্য খেলার গ্রেটরাও দল পরিবর্তন করে অন্যত্র গিয়ে সাফল্য পেয়েছে। নিজেদের নামের প্রতি সুবিচার করেছে। কোহলি প্রবল চেষ্টা করেছে, চেষ্টা করে চলেছে--অরেঞ্জ ক্যাপ জিতেছে আরও অনেক কিছু অর্জন করেছে, তবুও ফ্র্যাঞ্চাইজি ব্যর্থ হয়েছে। আমি দলের ব্র্যান্ডিংয়ের বিষয়টা বুঝি, আরসিবির বাণিজ্যিক মূল্যও বাড়িয়েছে...কিন্তু বিরাট কোহলির ট্রফি দরকার। আইপিএল ট্রফি ওর প্রাপ্য। এমন একটা দলের হয়ে খেলা উচিত বিরাটের যাতে ট্রফি জিততে পারে।''
অন্য খেলার তারকাদেরও প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন কেপি। উদাহরণ দিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, দল বদলে তাঁরা আরও সাফল্য অর্জন করেছেন। পিটারসেন বলেছেন, ''আমার মনে হয় বিরাট কোহলির দিল্লির হয়ে খেলা উচিত। দিল্লি বিরাটের ঘর। ওখানেই ওর ফিরে যাওয়া উচিত। সময় অনেকটা কাটাতে পারবে ওর নিজের ঘরে। ও তো দিল্লির ছেলে। বিরাটের দিল্লিতেই ফিরে যাওয়া উচিত।''
বিরাট কোহলি অবশ্য এখনই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় পাচ্ছেন না। তাঁর সামনে বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেই নজর তাঁর।

[আরও পড়ুন: বিষণ্ণ মনে বিদায়, আইপিএল থেকে অবসর কার্তিকের! গার্ড অফ অনার দিলেন সতীর্থরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পারলেন না বিরাট কোহলি। স্বপ্ন শেষ তাঁর।
  • প্ন ভাঙল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও।
  • ১৭ বছর অতিক্রান্ত হল। বিরাট কোহলি ট্রফি জিততে পারলেন না।
Advertisement