shono
Advertisement
KKR

ইডেনে ভেঙ্কি-রিঙ্কু ঝড়, হাফসেঞ্চুরি অঙ্গকৃশের, হায়দরাবাদের বিরুদ্ধে ২০০ রান নাইটদের

ম্যাচের হাল ধরেন অধিনায়ক অজিঙ্ক রাহানে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:12 PM Apr 03, 2025Updated: 09:53 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিচ বিতর্কের মধ্যে কেকেআরের নায়ক হয়ে উঠলেন রিঙ্কু সিং। বৃহস্পতিবারের ইডেন দেখল নাইট তারকার প্রত্যাবর্তন। পরপর উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কেকেআরের হাল ধরলেন। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে রিঙ্কুর জুটিই কেকেআরকে লড়াকু স্কোরে পৌঁছে দিল। তবে কেকেআর স্পিন সহায়ক উইকেট চাইলেও প্রথম ইনিংসে সেভাবে সাহায্য পেলেন না সানরাইজার্স হায়দরাবাদের ঘূর্ণি বোলাররা।

Advertisement

গত কয়েকদিন ধরে প্রবল ডামাডোল হয়েছে কেকেআরের পিচ ঘিরে। কেকেআরের দাবি মেনে ইডেন পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। যার অর্থ হল, বল টার্ন করানোর যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। পিচের ঘাস ছেঁটে একেবারে ফ্যাটফেটে করে ফেলেছেন মাঠকর্মীরা। শেষ পর্যন্ত পিচ দেখে খুশি হয়েছেন নাইট অধিনায়ক রাহানে। টসের সময়ে সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে বললেন, “পিচ দেখে আমি খুব খুশি। তবে এই পিচে আমরা প্রথমে বল করতে চেয়েছিলাম।”

তবে প্রথমে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে কেকেআর ইনিংস। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করে আউট হয়ে যান কুইন্টন ডি'কক। পরের ওভারে আউট সুনীল নারিন। ম্যাচের হাল ধরেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। লড়াকু হাফসেঞ্চুরিতে অধিনায়কের সহযোদ্ধা হলেন তরুণ তুর্কি অঙ্গকৃশ রঘুবংশী। ২৭ বলে ৩৮ রান করে আউট হলেন রাহানে।

তারপর থেকেই ইডেনে ম্যাচের মোড় ঘুরে গেল। ৩২ বলে হাফসেঞ্চুরি করলেও আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে উইকেট খোয়ালেন অঙ্গকৃশ। তিনি আউট হওয়ার পরে সংহারমূর্তি ধারণ করল ভেঙ্কি-রিঙ্কু জুটি। মাত্র ২৯ বলে ৬০ রান এল কেকেআর সহ-অধিনায়কের ব্যাট থেকে। ১৭ বলে ৩২ রানে যোগ্য সঙ্গত করলেন রিঙ্কু। গত মরশুমে রান পাননি রিঙ্কু। এবারেও প্রথম তিন ম্যাচে প্রশ্ন উঠেছিল তাঁকে নিয়ে। কিন্তু ইডেনে সমালোচকদের চুপ করিয়ে দিলেন পাঁচ ছক্কার নায়ক। ধুঁকতে থাকা দলকে লড়াকু স্কোরে পৌঁছে দিয়ে ভেঙ্কটেশও বোঝালেন, কেন তাঁর জন্য ২৩.৭৫ কোটি খরচ করেছে নাইট ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত ২০০ রানের পাহাড় খাড়া করল নাইটরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত কয়েকদিন ধরে প্রবল ডামাডোল হয়েছে কেকেআরের পিচ ঘিরে। কেকেআরের দাবি মেনে ইডেন পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে।
  • প্রথমে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে কেকেআর ইনিংস। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করে আউট হয়ে যান কুইন্টন ডি'কক।
  • মাত্র ২৯ বলে ৬০ রান এল কেকেআর সহ-অধিনায়কের ব্যাট থেকে। ১৭ বলে ৩২ রানে যোগ্য সঙ্গত করলেন রিঙ্কু।
Advertisement