shono
Advertisement

Breaking News

KKR

স্থগিত আইপিএল, দেশ ছাড়ছেন ক্রিকেটাররা, তবে দুই তারকাকে হোটেলেই রাখছে কেকেআর

কবে শুরু হবে আইপিএল, এখনও কাটছে না অনিশ্চয়তা।
Published By: Subhajit MandalPosted: 02:04 PM May 10, 2025Updated: 05:05 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। আপাতত এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করা হলেও, এক সপ্তাহ পরেও আইপিএলের শেষ পর্ব শুরু করা যাবে কি না? তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতির জেরে ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরতে শুরু করলেন কলকাতা নাইট রাইডার্সের বিদেশি সদস্যরা।

Advertisement

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে ইডেনে চেন্নাই ম্যাচের পরের দিনই শহর ছেড়েছিল কেকেআর। শনিবারই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার কথা ছিল অজিঙ্ক রাহানেদের। কিন্তু যা খবর, শুক্রবার রাত থেকেই ভারত ছাড়তে শুরু করেছেন রভম্যান পাওয়েল-সুনীল নারিন-আন্দ্রে রাসেলের মতো ক্যারিবিয়ান ক্রিকেটাররা। কেকেআরে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার আনরিখ নথিয়া এবং কুইন্টন ডি'ককও দ্রুত ভারত ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে যাচ্ছেন টিমের বাকি বিদেশি ক্রিকেটার, বিদেশি সাপোর্ট স্টাফরাও।

ভারতীয় ক্রিকেটাররাও যে যাঁর মতো হায়দরাবাদ ছেড়ে চলে যাচ্ছেন। তবে পাঞ্জাবের ক্রিকেটার রমনদীপ সিং এবং জম্মু-কাশ্মীর ক্রিকেটার উমরান মালিক শোনা যাচ্ছে, টিম হোটেলেই থেকে যাচ্ছেন। কারণ, জম্মু-কাশ্মীর এবং পাঞ্জাব, দু'জায়গাতেই এখন| সীমান্ত উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে তাঁদের বাড়ি ফেরানোর ঝুঁকি নিতে নারাজ নাইটরা। 

বস্তুত, আইপিএল কবে শুরু হবে তা নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে সোশাল মিডিয়ায়। কোনও কোনও মহলে শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই আইপিএলের নতুন সূচি ঘোষণা হবে। ভারতেই কলকাতা এবং দক্ষিণ ভারতের শহরগুলিতে টুর্নামেন্ট করা হবে। আবার কোনও কোনও মহলে শোনা যাচ্ছে সেপ্টেম্বরে এশিয়া কাপের সময় আইপিএল হতে পারে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল।
  • এই পরিস্থিতির জেরে ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরতে শুরু করলেন কলকাতা নাইট রাইডার্সের বিদেশি সদস্যরা।
  • সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে ইডেনে চেন্নাই ম্যাচের পরের দিনই শহর ছেড়েছিল কেকেআর।
Advertisement