সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওপার বাংলায় মার খাচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। আর এপারে এসে স্রেফ দু'মাস ক্রিকেট খেলে ৯ কোটি টাকার বেশি পকেটে পুরে নেবেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। গোটা সংখ্যালঘু নিধন যজ্ঞে তিনি নীরব। অত্যাচারের বিরুদ্ধে যার একটা টুইট পর্যন্ত নেই! যা নিয়ে আপত্তি ক্রিকেটপ্রেমীদের একাংশের। রাজ্যের হিন্দুত্ববাদীদের একটা বড় অংশও মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার বিপক্ষে। তাঁদের সাফ কথা, কোনও বাংলাদেশিকে দলে নেওয়া যাবে না। সোশাল মিডিয়ায় কেকেআরকে বয়কট করার ডাকও উঠছে।
মাশরাফি মূর্তাজা, শাকিব আল হাসান, লিটন দাসের পর এবার কেকেআরে মুস্তাফিজুর রহমান। ঐতিহাসিকভাবে কেকেআরে বাংলাদেশি তারকাদের ‘আশ্রয়স্থল’ হিসাবে উঠে এসেছে। এ বছর রেকর্ড মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। এ পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি তারকা খেলেছেন কেকেআর জার্সিতেই। এবার মুস্তাফিজুরকে নাইটরা কিনেছে ৯ কোটি ২০ লক্ষ টাকায়। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি। এর আগে ২০০৯ সালে মাশরাফি মুর্তাজাকে ৬ লক্ষ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমান হিসাবে সেটা ৫ কোটি ৪৫ লক্ষ টাকা।
কিন্তু এ বছরের পরিস্থিতি আলাদা। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। শেখ হাসিনার অপসারণ চেয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ক্রমশ মৌলবাদীদের আস্ফালন আর সংখ্যালঘুদের ত্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্রেফ ধর্মাচরণের জন্য আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের। যার জলজ্যান্ত উদাহরণ দীপু দাস হত্যাকাণ্ড। যা নিয়ে বাংলাদেশের গোটা ক্রিকেটমহল নীরব। মুস্তাফিজুর নিজেও এ নিয়ে নীরব। ওপার বাংলার এই পরিস্থিতি নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি।
বস্তুত, হাসিনার পতনের পর বাংলাদেশে ভারত বিদ্বেষের চাষ হচ্ছে। তথাকথিত 'আধিপত্যবাদ'কে কাঠগড়ায় তুলে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে এ দেশকে। ভারতের সার্বভৌমত্বে আঘাত হেনে 'সেভেন সিস্টার্স' দখলের দাবি উঠছে বাংলাদেশে। আর ভারত বয়কটের ডাক এখন ওপারের 'জাতীয় স্লোগান'
