সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য সেনের (Lakshya Sen) লক্ষ্যভেদ! এ বছর বহু ব্যর্থতার স্বাদ পেয়েছিলেন। তাই নজর ছিল অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2025)। অবশেষে সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন তিনি। ফাইনালে জাপানি তারকাকে সরাসরি গেমে হারিয়ে চলতি বছরের প্রথম শিরোপা জিতলেন লক্ষ্য সেন।
বলা চলে, জাপানি তারকা ইউশি তানাকা ভারতীয় শাটলারের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না। খেলার ফলাফল ২১-১৫, ২১-১১। মাত্র ৩৮ মিনিটেই ম্যাচ জিতে নেন লক্ষ্য। শনিবার বিকেলে সেমিফাইনালে ৮৬ মিনিটের লড়াইয়ে তিনি হারিয়েছিলেন দ্বিতীয় বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে। এবার ফাইনালে তুলনামূলক 'সহজ' লড়াইয়ে বাজিমাত করলেন লক্ষ্য।
এ বছর হংকং ওপেনের ফাইনালে উঠেও হেরে গিয়েছিলেন ভারতীয় তারকা। এই মাসের গোড়ায় জাপানে কামামোতো মাস্টার্সের সেমিফাইনালে উঠেও প্রত্যাশাপূরণ করতে পারেননি। ২০২৩ সালে কানাডা ওপেনের পর প্রথম কোনও সুপার ৫০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ২৪ বছরের ভারতীয় তারকা।
রবিবার শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন লক্ষ্য। তাঁর স্ম্যাশের কোনও জবাব ছিল না জাপানি তারকার সামনে। প্রতিপক্ষকে ন্যূনতম সুযোগ পর্যন্ত দেননি তিনি। শুরু থেকেই ম্যাচের দখল নিয়ে নেন তিনি। জয়ের পর দুই চোখ বুজে কানে দু'টি আঙুল ঢুকিয়ে অদ্ভুত সেলিব্রেশনও করেন। এরপর তাঁর কোচ ইউ ইয়ং সুং এবং বাবা ডি কে সেনকে জড়িয়ে ধরেন তিনি।
