সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারের ম্যাচেও স্মরণীয় হয়ে থাকল তাঁর ফিল্ডিং। রায়পুরে দ্বিতীয় ওয়ানডে'তে সুযোগ পাননি। সুযোগ না পেলেও মোটের উপর দিনটা 'ভালো' গেল তাঁর। টিম ইন্ডিয়ার ইনিংসের পর আগামী বছর ফ্রেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচনের অনুষ্ঠানে রোহিত শর্মা, দেবজিৎ সাইকিয়ার সঙ্গে তিনিও ছিলেন। পরে পরিবর্ত হিসাবে ফিল্ডিংয়ে নেমে এইডেন মার্করামের নিশ্চিত ছয় বাঁচিয়ে রীতিমতো চর্চায় তিনি।
দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২০তম ওভারের ঘটনা। 'চায়নাম্যান' স্পিনার কুলদীপ যাদবের বল উঁচিয়ে মারেন মার্করাম। একটা সময় মনে হচ্ছিল নিশ্চিত ছক্কা। কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়ানো তিলক প্রায় ৪-৫ ফুট উপরে শরীর ছুড়ে দিয়ে বলের নাগাল পান। ক্যাচও তালুবন্দি করেন। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবেন না বুঝে শরীর মাটিতে স্পর্শ করার আগে বলটি মাঠের ভিতর ছুড়ে দেন।
মার্করাম বুঝেছিলেন, ওটা ছয় হবে। উইকেটের অন্য প্রান্তে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ছয় হবে ভেবে নিয়ে তাঁরা সিঙ্গেল রান নিয়ে আর দৌড়াননি। টিভি আম্পায়ার বেশ কয়েকবার দেখার পর নিশ্চিত হন যে, পা বা শরীরের কোনও অংশ বাউন্ডারি লাইনে ঠেকেনি। ১ রান দেন টিভি আম্পায়ার। তিলকের দুরন্ত ফিল্ডিংয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। নেটিজেনরা তাঁকে বলছেন 'সুপারম্যান'।
দুরন্ত ফিল্ডিংয়ে তিলক ৫ রান বাঁচালেও রায়পুরের ওয়ানডে'তে খুবই খারাপ ফিল্ডিং করেছে ভারত। যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দররা একের পর এক মিস করেছেন। একাধিক মিস ফিল্ডিংয়ে কোনওটা বাউন্ডারির সীমানা পেরিয়েছে, কোনওটা আবার ছক্কাও হয়েছে। বেশ কিছু ক্যাচও মিস হয়েছে। যার প্রভাব ম্যাচেও পড়েছে।
