shono
Advertisement
Vaibhav Suryavanshi

ছোটদের এশিয়া কাপেও পাক ম্যাচে করমর্দনে না ভারতের, কেমন খেলল বৈভব?

হাত মেলানো নিয়ে আইসিসি'র আবেদনে সাড়া দিল না বিসিসিআই।
Published By: Arpan DasPosted: 12:12 PM Dec 14, 2025Updated: 12:19 PM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। দেখার ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাক ক্রিকেটারদের সঙ্গে আয়ুষ মাত্রেরা হাত মেলায় কি না। কিন্তু আইসিসি'র আবেদন উড়িয়ে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। তবে পাক মহারণে ব্যর্থ বৈভব। 

Advertisement

সিনিয়রদের এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারায় ভারত। তবে কোনও বারই টসের আগে-পরে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। আর সব শেষে চ্যাম্পিয়ন হওয়ার পর মহসিন নকভির থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। সেই ট্রফি আজও পাওয়া হয়নি। এরপর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে হরমনপ্রীত কৌররা করমর্দন নিয়ে একই নীতি অনুসরণ করেন।

তবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিয়ে আইসিসি'র বক্তব্য ছিল এই ম্যাচে রাজনীতির রং না লাগুক। গোটা বিষয়টায় নজর রাখছিল ক্রিকেটের নিয়ামক সংস্থা। তবে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান হাত মেলায়নি। টসে জিতে পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়।

পাক মহারণে সাফল্য পেল না বৈভব। অধিনায়ক আয়ুষ স্বচ্ছন্দে শুরু করলেও আলি রাজার বলে বারবার বিপাকে পড়ছিল বৈভব। শেষ পর্যন্ত ৬ বলে ৫ রান করে আউট হয় ১৪ বছর বয়সি ক্রিকেটার। মহম্মদ সায়ামের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে বসে বৈভব। এর আগে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৯৫ বলে ১৭১ রান করেছিল। তবে এই ম্যাচে রান পেল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত।
  • দেখার ছিল ছোটদের এশিয়া কাপে পাক ক্রিকেটারদের সঙ্গে আয়ুষ মাত্রেরা হাত মেলায় কি না।
  • কিন্তু আইসিসি'র আবেদন উড়িয়ে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত।
Advertisement