shono
Advertisement
IPL 2026 Auction

নিলামে নাম তোলায় বড়সড় 'ভুল' গ্রিনের! অজি তারকাকে কিনতে সমস্যায় পড়বে কেকেআর?

মিনি নিলামে ক্যামেরন গ্রিনের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা।
Published By: Arpan DasPosted: 02:50 PM Dec 14, 2025Updated: 02:50 PM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে নিয়ে যে আইপিএল মিনি নিলামে দর কষাকষি চলবে, তা বলে দেওয়াই যায়। মনে করা হচ্ছে, ক্যামেরন গ্রিনকে কেনার দৌড়ে কলকাতা নাইট রাইডার্স সব থেকে এগিয়ে। কিন্তু সেখানে একটা 'ভুল' হয়ে গিয়েছে। সেটা অবশ্য হয়েছে গ্রিনের তরফ থেকেই। তার জন্য কি নাইটদের লক্ষ্যে প্রভাব পড়বে?

Advertisement

আইপিএলের মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে নিলাম। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। নাইটদের হাতে ৬৪.৩ কোটি টাকা রয়েছে। ফলে তাদেরকেই অজি অলরাউন্ডারকে কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। আন্দ্রে রাসেলের বিকল্প হয়ে উঠতে পারেন তিনি। তবে টক্কর দিতে পারে চেন্নাই সুপার কিংসও। তাঁর ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। কিন্তু সেটা যে কয়েকগুণ বাড়বে, তা অনুমান করাই যায়।

তবে তার আগে একটা 'ভুল' ধরিয়ে দিলেন গ্রিন। কী সেই 'ভুল'? অস্ট্রেলিয়ার ক্রিকেটার অলরাউন্ডার। তবে মাঝে চোটের জন্য দীর্ঘ সময় বোলিং করেননি। ব্যাট হাতে অবশ্য পারফর্ম করেছেন। কিন্তু ভুল করে গ্রিনের ম্যানেজার আইপিএল নিলামে তাঁর নাম শুধু ব্যাটার হিসেবে নথিভুক্ত করেছেন। অলরাউন্ডার হিসেবে করেননি। যা নিয়ে গ্রিন নিজেই বলছেন, "আমি জানি না, আমার ম্যানেজার এটা শুনে খুশি হবেন না কি না। তবে তাঁর তরফ থেকে একটা গন্ডগোল হয়েছে। আমার মনে হয়, উনি ভুল বক্সে টিক দিয়ে ফেলেছেন। আমি জানি, উনি আমাকে শুধু ব্যাটার হিসেবে দেখাতে চাননি। কিন্তু একটা ভুল হয়ে গিয়েছে।"

কিন্তু তাতে কি নিলামে সমস্যা হবে? না, বরং গ্রিনের সুবিধা হতে পারে। ব্যাটার হিসেবে থাকায় তাঁর নাম নিলামে প্রথম দিকেই উঠবে। ফলে তাঁর দর অনেকটা বেশি উঠতে পারে। কিন্তু যদি অলরাউন্ডার হিসেবে থাকত, তাহলে পরের দিকে নাম আসত। ততক্ষণে ব্যাটারদের জন্য দর কষাকষি হয়ে যেত। সেক্ষেত্রে হয়তো তাঁর দর খুব বেশি না ওঠার সম্ভাবনা থাকত। অন্যদিকে কেকেআর যদি গ্রিনকে কিনতে চায়, তাহলে ব্যাটার হোক বা অলরাউন্ডার, কোনও পার্থক্য হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁকে নিয়ে যে আইপিএল মিনি নিলামে দর কষাকষি চলবে, তা বলে দেওয়াই যায়।
  • মনে করা হচ্ছে, ক্যামেরন গ্রিনকে কেনার দৌড়ে কলকাতা নাইট রাইডার্স।
  • কিন্তু সেখানে একটা 'ভুল' হয়ে গিয়েছে। সেটা অবশ্য হয়েছে গ্রিনের তরফ থেকেই।
Advertisement