সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল নিলাম থেকে নাম তুলে নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। গতবার পাঞ্জাব কিংসে থাকলেও একেবারে হতশ্রী পারফরম্যান্স ছিল অজি অলরাউন্ডারের। অন্যদিকে আইপিএল মিনি নিলামে নাম লেখাননি মঈন আলি। ফাফ ডু'প্লেসিসের পর ইংল্যান্ড তারকার গন্তব্যও পাকিস্তানের টি-টোয়েন্টি লিগ। গতবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাঁরও পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। যা নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের একাংশের বক্তব্য, আইপিএলে অবিক্রীত থাকার আশঙ্কাতেই আর নাম লেখাননি।
আইপিএলের মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে নিলাম। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। ৩০ নভেম্বর ছিল প্লেয়ারদের রেজিস্ট্রেশনের শেষ দিন। এর মধ্যে ২ কোটি টাকা ন্যূনতম দামে নাম নথিভুক্ত করেছেন ৪৫ জন ক্রিকেটার। সেই তালিকায় নেই গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা।
গত মরশুমে তাঁকে ৪.২ টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু পুরো আইপিএল খেলতে পারেননি। আঙুলের চোটের জন্য মাঝপথে সরে আসেন। সেই জায়গায় সুযোগ পান আরেক অজি অলরাউন্ডার মিচ আওয়েন। সাম্প্রতিক সময়ে ম্যাক্সওয়েলের যা ফর্ম, তাতে এবারের মিনি নিলামে তাঁকে কিনতে খুব বেশি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হত না।
অন্যদিকে আইপিএলের নিলাম থেকে সরে দাঁড়িয়েছেন মঈন আলি। গত মরশুমে তিনি নাইটদের হয়ে খেললেও সেভাবে দাগ কাটতে পারেননি। তাঁকে ছেড়ে দেয় নাইটরা। ৩৮ বছর বয়সি অলরাউন্ডার শেষমেশ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে পিএসএলে নাম লেখালেন। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'পাকিস্তানে খেলতে সব সময় দারুণ লাগে। এখানের ক্রিকেটের মান খুব ভালো। সমর্থকদের আবেগ আরও ভালো খেলে উদ্বুদ্ধ করে। ইনশাল্লাহ, আরেকটা দারুণ অভিজ্ঞতার জন্য তৈরি।'
