shono
Advertisement

Breaking News

Ravindra Jadeja

'জাদেজার থেকে অনেক এগিয়ে...', কার হয়ে সওয়াল টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার?

ওয়ানডে’তে লাগাতার ব্যর্থ হচ্ছেন রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচে তাঁর পারফরম্যান্স তথৈবচ।
Published By: Prasenjit DuttaPosted: 09:26 PM Jan 17, 2026Updated: 09:28 PM Jan 17, 2026

ওয়ানডে’তে লাগাতার ব্যর্থ হচ্ছেন রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচে তাঁর পারফরম্যান্স তথৈবচ। একটা সময় লোয়ার মিডল অর্ডারে ভরসার নাম ছিলেন। সেই তিনি কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। ক্রমশ ব্যর্থতার পর জাড্ডুকে নিয়ে প্রশ্নও উঠেছে। এবার টিম ইন্ডিয়ার অলরাউন্ডারকে নিয়ে গর্জে উঠলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে অক্ষর প্যাটেলের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, "দু'জনের মধ্যে একজনকে বেছে নিতে হলে আমি অক্ষরকেই এগিয়ে রাখব। এমনকী ওয়ানডে'তেও। ওর স্ট্রাইক রেট জাদেজার থেকে বেশি। ব্যাটিং, বোলিং সবেতে এগিয়ে। ছক্কা মারার দিক থেকেও জাদেজাকে টেক্কা দেবে অক্ষর। পাওয়ারপ্লেতেও বল করতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নতুন বলে উইকেট নিয়েছিল। আমি বুঝতে পারছি না কেন ওকে স্কোয়াডে রাখা হয়নি। তাছাড়া নিউজিল্যান্ড যেখানে স্পিনে দুর্বল, সেখানে নীতীশ রেড্ডিকে খেলানো হচ্ছে। অর্শদীপকে বসিয়ে রাখা হচ্ছে। চারজন পেসার তো আছেই।"

অক্ষর এবং জাদেজা। ফাইল ছবি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচে রান সংখ্যা ৪ এবং ২৭। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি ইনিংসে তিনি করেছিলেন ৩২ এবং ২৪*। ওয়ানডে’তে তিনি শেষবার হাফসেঞ্চুরি করেছিলেন ২০২০ সালের ২ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাছাড়াও ঘরের মাঠে শেষ ওয়ানডে হাফসেঞ্চুরি করেছিলেন ২০১৩ সালে। একই সঙ্গে বল হাতেও তাঁর পারফরম্যান্স আহামরি নয়। কিউয়িদের বিরুদ্ধে দু’টি ম্যাচে এখনও উইকেট শূন্য তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ইনিংসে পেয়েছিলেন মাত্র ১টি উইকেট। সেই কারণেই তাঁকে নিয়ে প্রশ্ন উঠছে।

কাইফ আরও বলেন, "জাদেজা ও অক্ষর একসঙ্গে খেলুক। এটাই চাই। নীতীশের জায়গায় অক্ষর দলে থাকলে দলে একটা ভারসাম্য থাকত। দু'জন বাঁহাতি স্পিনার। কিন্তু ওদের স্টাইল আলাদা।" জাদেজাকে নিয়ে কাইফ সুর চড়ালেও টিম ম্যানেজমেন্ট ভারতীয় অলরাউন্ডারের পাশে রয়েছে। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দলে রাখা হয়নি অক্ষর প্যাটেলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবের ডেপুটি অক্ষর প্যাটেল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement