shono
Advertisement

পূর্ণ দায়িত্ব দাও, নইলে..., নেতৃত্ব ছেড়ে দেওয়ার হুমকি রিজওয়ানের!

পিসিবি নিয়ে বিস্ফোরক তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 03:54 PM Apr 10, 2025Updated: 04:06 PM Apr 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে ডামাডোল নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই সে দেশের ক্রিকেট নিয়ে ঝামেলার নানান খবর পাওয়া যায়। এবার সে তালিকায় যোগ পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ানের। পিসিবি নিয়ে বিস্ফোরক তিনি। পাক বোর্ডের আচরণে এতটাই ক্ষুব্ধ যে, তিনি নাকি অধিনায়কত্ব ছেড়ে দিতে চান। 

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিল রিজওয়ান এবং বাবর আজমকে। রিজওয়ানকে সরিয়ে সলমন আগাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। যদিও এতে ভাগ্য পরিবর্তন হয়নি। গোহারা হেরে বসে পাকিস্তান। এরপর ওয়ানডে'তে বাবর রিজওয়ান ফিরে এলেও হোয়াইটওয়াশ হতে হয়েছিল। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, কিছু না জানিয়েই বাদ দেওয়া হয়েছিল রিজওয়ান ও বাবরকে। এমনকী এ ব্যাপারে স্পষ্ট তথ্য পেতে পিসিবি প্রধান মহসিন নকভির সঙ্গেও দেখা করতে প্রস্তুত রিজওয়ান।

পাকিস্তান অধিনায়কের ঘনিষ্ঠ সূত্র এক সংবাদমাধ্যমকে জানায়, "কিছু না জানিয়েই টি-টোয়েন্টি দল থেকে রিজওয়ানদের বাদ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে পরিষ্কারভাবে জানতে তিনি পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান।" নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের পর রিজওয়ান বলেছিলেন, "টি-টোয়েন্টির ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারি না। এটা আমার কাজও নয়। তবে জানতাম না যে, আমাদের বাদ দেওয়া হবে। আমাদের কোনও মতামতও নেওয়া হয়নি।"

সূত্রের খবর, দল নির্বাচনের ক্ষেত্রে পূর্ণ ক্ষমতা চেয়েছিলেন রিজওয়ান। এমনকী তাঁর দাবি মানা না হলে ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেওয়ার হুমকিও পর্যন্ত দিয়েছিলেন তিনি। পিসিবি সূত্রে জানা গিয়েছে, "প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে আরও ক্ষমতা চাইতে পারেন রিজওয়ান। তা দেওয়া না হলে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে পারেন তিনি।" এখানেই শেষ নয়। অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের সঙ্গেও নাকি ঝামেলা হয়েছিল রিজওয়ানের। পাক অধিনায়ক নাকি প্রথম দু'টি ওয়ানডে'তে পাঁচ বোলার নামাতে চেয়েছিলেন। আর এ নিয়েই নাকি বচসা বাঁধে তাঁদের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তান ক্রিকেটে ডামাডোল নতুন কিছু নয়।
  • প্রায় প্রতিদিনই সে দেশের ক্রিকেট নিয়ে ঝামেলার নানান খবর পাওয়া যায়।
  • এবার সে তালিকায় যোগ পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ানের।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup #IPL18 toolbarvideo শোনো toolbarshorts রোববার