সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে মহম্মদ সিরাজের বীরত্বের পর অনেকে ফিরে যেতে পারেন ২০২১ সালে। অস্ট্রেলিয়া সফর চলাকালীনই বাবা মহম্মদ ঘাউস প্রয়াত হন। তারপর থেকে আজ পর্যন্ত যতবার কোনও সফরে যান, তার আগে পর্যন্ত বাবার কবরস্থানে প্রার্থনা করেন। একসময় সিরাজের বাবা তাঁকে বলতেন, "বেটা, তোকে একদিন ভারতের হয়ে খেলতে হবে। অনেক নাম করতে হবে।" সিরাজ কথা রেখেছেন। আর তাঁর মা শাবানা বেগম? ইংল্যান্ড সফরের সব ম্যাচ মন দিয়ে দেখেছেন। আর তার ফাঁকেই প্রত্যেকদিন পাঁচবার করে প্রার্থনা করেছেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সিরাজের মা বলছিলেন, "আব্বুকে খুব ভালো বাসত ও। আর ওর বাবারও ছিল সিরাজ অন্ত প্রাণ। ইংল্যান্ডে যাওয়ার আগে আমাকে বলেছিল, 'মা, আমার জন্য প্রার্থনা কোরো। আমি ভালো খেলে দেশকে জেতাতে চাই।' আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে আছে। আল্লা আমার সন্তানকে সব সাফল্য দিক।" বিমানবন্দরে যাওয়ার আগে বাবা কবরস্থানে প্রার্থনা করেন সিরাজ।
ভারতীয় পেসারের ভাই ইসমাইলও জানান, "যখন বাবা মারা যান, তখন সিরাজ খুব ভেঙে পড়েছিল। কিন্তু মা বলেছিলেন, 'যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। এবার খেলায় মন দাও।' সিরাজ সবসময় বলে, বাবার জন্য খেলতে হবে। বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে।" ওভালের নায়ককে নিয়ে আরেকটা চর্চাও উঠে এসেছে। পাঁচ ম্যাচে ১৮৫.৩ ওভার বল করে ২৩টি উইকেট পেয়েছেন সিরাজ। এত ওভার আর কোনও বোলার এই সিরিজে বল করেননি। কীভাবে ফিটনেস ধরে রাখলেন? ওয়ার্কলোডের সমস্যা হয় না? ইসমাইল ধন্যবাদ দিচ্ছেন বিরাট কোহলিকে। তিনি জানান, "একসময় ও খুব বিরিয়ানি খেতে ভালোবাসত। এখন সে সব বন্ধ করে দিয়েছে। খুব শৃঙ্খলার মধ্যে থাকে। যার জন্য কৃতিত্ব দিতে হবে বিরাট ভাইয়াকে। উনি সবসময় সিরাজের পাশে থেকে সমর্থন জুগিয়েছেন।"
আরেকজনও আছেন সিরাজের সাফল্যের নেপথ্যে। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিরাজের ঘরে সিআর৭-র বিরাট পোস্টার রয়েছে। রোনাল্ডোর সব ম্যাচ দেখেন তিনি। উইকেট তোলার জন্য পর্তুগিজ কিংবদন্তির মতো 'সিউউ' সেলিব্রেশন করেন। রোনাল্ডো বর্তমানে যে লিগে খেলেন, সেই সৌদি প্রো লিগও সিরাজ ও রোনাল্ডোর ছবি একসঙ্গে শেয়ার করেছে। বার্তা দিয়েছে গুগলও। আসলে ওভালে পঞ্চম দিনে গুগল থেকে 'বিলিভ'-এর ছবি ডাউনলোড করে ওয়ালপেপার করেছিলেন। জবাবে গুগলও বলল, 'আমরা সিরাজ ভাইকে ভরসা করি'।
