shono
Advertisement
Test Cricket

আর থাকবে না পতৌদি ট্রফি! কী নামে হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ?

প্রথমবার এই ট্রফি জেতে ভারত।
Published By: Prasenjit DuttaPosted: 08:26 PM Mar 31, 2025Updated: 09:25 PM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উঠে যেতে চলেছে পতৌদি ট্রফি! অন্তত তেমনই খবর। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ট্রফিটি বাতিল করার কথা ভাবছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের ঐতিহ্যের প্রতীক এই এমএকে পতৌদি ট্রফি। আপাতত যা ইঙ্গিত, আগামী জুনে যে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। জানা গিয়েছে, আসন্ন টেস্ট সিরিজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। 

Advertisement

ঐতিহ্যবাহী এই ট্রফিটি কেন তুলে দেওয়া হবে, তার সঠিক কারণ জানা যায়নি। তবে দুই দেশের অন্য কোনও কিংবদন্তি ক্রিকেটারের নামে যদি এই ট্রফির নতুন কোনও নামকরণ হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও এ ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

দেশের হয়ে ১৯৬১-৭৫ সাল পর্যন্ত ৪৬টি টেস্ট খেলেছেন মনসুর আলি খান পতৌদি। জানা গিয়েছে, এই বিষয়ে পতৌদির পরিবারকেও জানানো হয়েছে। সূত্রের খবর, 'একটা সময়ের পর যেকোনও ট্রফির নাম বদলাতে হয়। এক্ষেত্রেও হয়তো এমনই হতে চলেছে। এটা সম্পূর্ণভাবে পারস্পরিক বোঝাপড়ার ব্যাপার।'

উল্লেখ্য, ২০০৭ ভারতের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট অভিষেকের ৭৫তম বার্ষিকী উপলক্ষে এই ট্রফি প্রথমবার দেওয়া হয়। সে বছর ইংল্যান্ডে গিয়ে পতৌদি ট্রফি জিতেছিল ভারত। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের উদ্যোগে ট্রফিটির নামকরণ করা হয়েছিল।

ট্রফিটির নামকরণ পতৌদির পরিবারের নামে। একমাত্র খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড ও ভারত - দুই দলের হয়েই ইফতিফার আলি খান পতৌদি তিনবার খেলেছেন। ইফতিখারের ছেলে মনসুর আলি খান পতৌদি। তিনি ভারতীয় দলকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। বিজয়ের প্রতীক হিসেবে পতৌদি ট্রফি দেওয়ার রেওয়াজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উঠে যেতে চলেছে পতৌদি ট্রফি!
  • অন্তত তেমনই খবর।
  • ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ট্রফিটি বাতিল করার কথা ভাবছে।
Advertisement