সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের (Bangladesh) খেলতে আসা নিয়ে নাটক অব্যাহত। আইসিসির সূত্র বলছে, ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলার যে প্রস্তাব বাংলাদেশ দিয়েছে সেটা একপ্রকার অসম্ভব, অবাস্তব। সেই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। আবার এটাও শোনা যাচ্ছে, বিসিবিকে নাকি ভারতেই বিকল্প কোনও ভেন্যুর প্রস্তাব দিতে পারে আইসিসি। হায়দরাবাদ বা চেন্নাইয়ের মতো দক্ষিণ ভারতের কোনও মাঠে খেলতে বলা হতে পারে। কিন্তু তেমন কোনও প্রস্তাব এলেও যে গ্রহণ করা হবে না সেটাও স্পষ্ট করে দিল বিসিবি।
ভারতে এসে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। নিরাপত্তার অজুহাত দিয়ে ইতিমধ্যেই আইসিসিকে গোটা দুয়েক চিঠি লিখেছে বিসিবি। প্রথম চিঠির জবাবে জয় শাহর আইসিসি জানিয়ে দিয়েছে, শেষমুহূর্তে ভেন্যুবদল সম্ভব নয়। ভারতে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। শোনা যাচ্ছে, দ্বিতীয় চিঠিরও ওই একই রকম জবাব আইসিসি দেবে বাংলাদেশ বোর্ডকে। আইসিসির যুক্তি, বিসিবি শুধু মুখেই নিরাপত্তাজনিত সমস্যার কথা বলছে। কিন্তু আদতে কোনও যুক্তিপূর্ণ কারণ দর্শাতে পারেনি। এই পরিস্থিতিতে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
কিন্তু বিকল্প ভেন্যুর প্রস্তাব দেওয়া হলেও কি রাজি হবে বিসিবি? বোর্ড সভাপতি আমিনুল শুক্রবার রাতে বলেছেন, আইসিসির তরফে আমরা এখনও কোনও উত্তর পাইনি। অপেক্ষায় আছি।" তাঁর কথায়, "অন্য যে মাঠেই খেলা দেওয়া হোক সেটা তো ভারতের মাঠই হবে। এ সব ব্যাপারে একা কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। সরকারের কথা অনুযায়ীই আমাদের চলতে হবে। আমাদের অবস্থান আগে যা ছিল এখনও সেটাই আছে।" সরকারের অঙ্গুলিহেলনেই যে তাঁরা চলছেন, সেটা মেনে নিয়েছেন বুলবুল। একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাবে খেলতে দেওয়া না হলে বাংলাদেশ কী করবে সেটা স্পষ্ট নয়। বিসিবি সভাপতি বলছেন, " হায়দরাবাদ বা চেন্নাইয়ে আমাদের খেলা দেওয়া হতে পারে, এমন কোনও কথা শুনিনি। সোমবার বা মঙ্গলবারের মধ্যে আইসিসির উত্তর পাব বলে আশা করছি।"
এদিকে এসব জল্পনার মধ্যেই বিসিসিআই কর্তাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। রবিবার বরোদায় ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীনই ভারতীয় বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠক করবেন জয়। মনে করা হচ্ছে, বাংলাদেশ যদি নিতান্তই ভারতে খেলতে না আসে, তাহলে বিকল্প কী বন্দোবস্ত হতে পারে, তা নিয়েই আলোচনা হবে ওই বৈঠকে।
