shono
Advertisement
Pakistan Cricketer

এক ওভারে ছয় ছক্কায় হারতে বসা ম্যাচ জেতালেন পাক তারকা, কোথায় গড়লেন এই কীর্তি?

রইল সেই ভিডিও।
Published By: Arpan DasPosted: 05:16 PM Nov 07, 2025Updated: 05:16 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ওভারে ছয় ছক্কা। ঝড় তুলে দিলেন পাকিস্তানের ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে হংকং সিক্সেস লিগে। যেখানে কুয়েতের বিরুদ্ধে ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন পাক ব্যাটার আব্বাস আফ্রিদি। জাতীয় দলে ফেরার লড়াইয়ে তাঁর এই ফর্ম কি কাজে লাগবে?

Advertisement

হংকং সিক্সেসে পুল সি'র ম্যাচে প্রথমে ব্যাট করে কুয়েত। সেখানে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে তারা। জবাবে পাকিস্তান জেতে ৪ উইকেটে। যার প্রধান কৃতিত্ব আব্বাস আফ্রিদির। তিনি শেষ পর্যন্ত ১২ বলে ৫৫ রান করেন। কিন্তু ম্যাচটা পাকিস্তান হেরেও যেতে পারত। চতুর্থ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ১ উইকেট হারিয়ে ৫৭ রান। সেখান থেকে টানা ছটি ছক্কা হাঁকান আব্বাস।

ইয়াসিন প্যাটেলের বলে প্রথম ছক্কাটি মারেন একেবারে সোজা। তারপরেরটা লং অফে। পরের দুটি গিয়ে পড়ে মিড উইকেটে। লং অফে পঞ্চম ছক্কাটির পর শেষ ছয়টি মারেন ফাইন লেগে। ঘটনাচক্রে সেটি নো বল হয়। তারপরের বলে অবশ্য একটি লেগ বাই হয়। পাকিস্তানের রান পৌঁছয় ৯৫ রানে। শেষ ওভারের প্রথম বলে আহত হন আব্বাস। সেখান থেকে চারটি ছয় ও একটি চারে পাকিস্তানকে ম্যাচ জেতান শাহিদ আজিজ।

এর পরের ম্যাচেই ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে অবশ্য ব্যাট করার সুযোগই পাননি আব্বাস। পাকিস্তান ম্যাচও হারে। ২৪ বছর বয়সী আব্বাস ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের বিপক্ষে খেলার পর থেকে পাকিস্তানের হয়ে আর খেলেননি। অভিষেকের পর থেকে তিনি মোট ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ১২.১৮ গড়ে এবং ১১২.৬১ স্ট্রাইক-রেটে মাত্র ১৩৪ রান করেছেন। কুয়েতের বিরুদ্ধে পারফরম্যান্সে কি জাতীয় দলের দরজা খুলবে আব্বাসের?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক ওভারে ছয় ছক্কা। ঝড় তুলে দিলেন পাকিস্তানের ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে হংকং সিক্সেস লিগে।
  • যেখানে কুয়েতের বিরুদ্ধে ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন পাক ব্যাটার আব্বাস আফ্রিদি।
  • হংকং সিক্সেসে পুল সি'র ম্যাচে প্রথমে ব্যাট করে কুয়েত।
Advertisement