shono
Advertisement
ICC

টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা, গড়াপেটার অভিযোগে তারকা ব্যাটারকে ব্যান করল আইসিসি

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মেগা আসর ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তবে বিশ্বকাপ শুরু হওয়ার ন'দিন আগে বড়সড় ধাক্কা খেল দেশটি। তাদের প্রাক্তন অধিনায়ককে নিষিদ্ধ করেছে আইসিসি।
Published By: Prasenjit DuttaPosted: 03:36 PM Jan 29, 2026Updated: 03:38 PM Jan 29, 2026

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মেগা আসর ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তবে বিশ্বকাপ শুরু হওয়ার ন'দিন আগে বড়সড় ধাক্কা খেল আমেরিকা। তাদের প্রাক্তন অধিনায়ক অ্যারন জোন্সের উপর সমস্ত ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নির্বাসনের খাঁড়া নেমে এসেছে।

Advertisement

তাঁর বিরুদ্ধে একটি ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। রয়েছে দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগও। ২০২৩-২৪ বার্বাডোস বিম ১০ টুর্নামেন্ট তো বটেই আন্তর্জাতিক ক্রিকেট নিয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ফলে ক্রিকেটের নিয়ামক সংস্থা তাঁকে নিষিদ্ধ করেছে। আইসিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে, জোন্সের ম্যাচ গড়াপেটা, গড়াপেটার চেষ্টা, তথ্য গোপন রাখা, প্রমাণ লোপাট করা, অ্যান্টিকোরাপশন ইনভেস্টিগেশনকে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে। সেই কারণেই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিম ১০ টুর্নামেন্ট আয়োজন করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টেই আইসিসি এবং ক্যারিবিয়ানদের দুর্নীতিবিরোধী কোড (সিডব্লিউআই) মিলিয়ে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে মার্কিন ক্রিকেটারের বিরুদ্ধে। এর মধ্যে তিনটি সিডব্লিউআই এবং বাকি দু'টি রয়েছে আইসিসি'র দুর্নীতিবিরোধী কোডের অধীনে। এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নিতে পারবেন না জোন্স।

৩১ বছর বয়সি ক্রিকেটার দলের সঙ্গে শ্রীলঙ্কায় প্রস্তুতি সারছিলেন। তবে আইসিসি'র ঘোষণায় তাঁর হয়তো বিশ্বকাপ খেলা হবে না। এখনও পর্যন্ত বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি আমেরিকা। উল্লেখ্য, দেশের হয়ে ৬ বছরের কেরিয়ারে ১০০ ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ৫২টি ওয়ানডে, ৪৮টি টি-টোয়েন্টি। সিট্টেল ওরকাসের হয়ে মেজর লিগ ক্রিকেটে খেলেন জোন্স। অন্যদিকে, ক্যারাবিয়ান প্রিমিয়াম লিগে সেন্ট লুসিয়া কিংয়ের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement