সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র এশিয়া কাপের ট্রফি নিয়ে 'পালিয়ে' গিয়েছিলেন। তবে রাইজিং স্টার্স এশিয়া কাপের চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিলেন মহসিন নকভি (Mohsin Naqvi)। তাঁরই দেশ পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে রবিবার। তাই হাসিমুখে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিলেন পিসিবি প্রধান। উল্লেখ্য, চলতি বছরই সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ জেতে ভারত। পাক মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নিতে চাননি সূর্যকুমার যাদবরা। এখনও পর্যন্ত এশিয়া কাপ ট্রফি আসেনি ভারতের হাতে।
সেমিফাইনালে হেরে রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে আগেই বিদায় নিয়েছিল ভারত। রবিবার খেতাবি যুদ্ধে মুখোমুখি হয় পাকিস্তান এবং বাংলাদেশ। সুপার ওভার পর্যন্ত গড়ায় দুই দলের দ্বৈরথ। সুপার ওভারে পাঁচটি ওয়াইড বল করেন পাকিস্তানের আহমেদ দানিয়াল। তা সত্ত্বেও সুপার ওভারে মাত্র ৬ রান তোলে বাংলাদশ। হাসতে হাসতে সেই টার্গেট তুলে দেয় পাকিস্তান। এই নিয়ে তৃতীয়বার রাইজিং স্টার্স এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল পাক ব্রিগেড। অন্য কোনও দলের এই নজির নেই।
এসিসি প্রধান নকভি প্রথম থেকেই ছিলেন ম্যাচের দর্শকাসনে। পাকিস্তান জিততে স্বভাবতই উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। পরে ট্রফি তুলে দেন চ্যাম্পিয়ন পাকিস্তান শাহিনসের অধিনায়ক ইরফান খান নিয়াজির হাতে। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিও দেখে নেটিজেনদের একাংশের কটাক্ষ 'যাক, কেউ অন্তত নকভির হাত থেকে ট্রফি নিয়েছে।' আবার অনেকে বলছেন, সিনিয়র এশিয়া কাপে হার ভুলতে রাইজিং স্টার্স এশিয়া কাপ জিতেই খুশি পাকিস্তান, অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।'
উল্লেখ্য, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু দু'মাস গড়াতে চললেও ট্রফি নিয়ে নাটক এখনও অব্যাহত। টিম ইন্ডিয়াকে ট্রফি ফেরাতে নানান হুমকি-ধমকিও পর্যন্ত দিয়েছেন মহসিন নকভি। চাপিয়েছেন শর্ত। ট্রফি নাকি এসিসি’র প্রধান কার্যালয় থেকে এক্কেবারে গায়েব করে ফেলেছেন তিনি, এমনটাও শোনা গিয়েছে। নকভি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর হাত থেকেই ট্রফি নিতে হবে সূর্যকুমারদের।
