shono
Advertisement

Breaking News

Narendra Modi

'ভারত কি বেটি', বছরের শেষ 'মন কি বাতে' মেয়েদের জোড়া বিশ্বজয় নিয়ে উচ্ছ্বসিত মোদি

প্যারা-অ্যাথলিটদেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 
Published By: Prasenjit DuttaPosted: 07:28 PM Dec 28, 2025Updated: 07:30 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষ 'মন কি বাতে' মেয়েদের জোড়া বিশ্বজয় নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। দীপিকা টিসি'র অধিনায়কত্বে দৃষ্টিহীনদের ক্রিকেটে বিশ্বজয় করেছে ভারতের মেয়েরা। দুই সাফল্যের কথা অনুষ্ঠানের ১২৯তম সংস্করণে তুলে ধরেছেন মোদি। তাছাড়াও প্যারা-অ্যাথলিটদেরও প্রশংসা করেন তিনি। 

Advertisement

প্রধানমন্ত্রীর কথায়, "ক্রীড়াক্ষেত্রে বছরটা আমাদের কাছে স্মরণীয় ছিল। পুরুষদের ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। মহিলাদের ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ জয় করে। দৃষ্টিহীনদের ক্রিকেটে বিশ্বজয় করে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। এশিয়া কাপ টি-টোয়েন্টি ট্রফি জিতে তেরঙ্গা উড়িয়েছে ভারত।"

খেলাধুলা হোক কিংবা বৈজ্ঞানিক উদ্ভাবন, ২০২৫ সাল ছিল ভারতের জন্য গর্বের মাইলফলকের বছর। এ কথাই উঠে আসে প্রধানমন্ত্রীর কথায়। তাছাড়াও প্যারা-অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি বলেন, "বিশ্ব চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকটি পদক জিতে প্যারা-অ্যাথলিটরা প্রমাণ করেছেন, কোনও বাধাই দৃঢ়ৃপ্রতিজ্ঞ মানসিকতাকে পরাস্ত করতে পারে না।"

নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় প্যারা-অ্যাথলিটরা অনবদ্য পারফরম্যান্স করেছিলেন। ৬টি সোনা, ৯টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ-সহ মোট ২২টি পদক জিতে ইতিহাস গড়ে দশম স্থান অর্জন করেছিল। উল্লেখ্য, ২০২৫ সাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সুমিত আন্টিল, দীপ্তি জীবনজি, সিমরন শর্মা, শৈলেশ কুমাররা অনবদ্য পারফরম্যান্স করে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। অন্যদিকে, প্যারা-আর্চারিতে বিশ্ব শিরোপা জিতেছিলেন শীতল দেবী। প্যারা-শুটিং বিশ্বকাপে সোনা জয় করেন অবনী লেখারা। সব মিলিয়ে মোদির মুখে সাফল্যের সেই জয়গানই শোনা গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছরের শেষ 'মন কি বাতে' মেয়েদের জোড়া বিশ্বজয় নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
  • দীপিকা টিসি'র অধিনায়কত্বে দৃষ্টিহীনদের ক্রিকেটে বিশ্বজয় করেছে ভারতের মেয়েরা।
Advertisement