সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেও শেষ পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় নিল বাংলা। সোমবার হরিয়ানার বিরুদ্ধে হতশ্রী বোলিং সায়ন ঘোষদের। তার জেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বেঙ্গল ব্রিগেড। এদিনও চার উইকেট তুলে নেন মহম্মদ শামি। কিন্তু তাঁর ভালো পারফরম্যান্স জলে গেল।
পাঞ্জাবের পর পণ্ডিচেরির কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল বাংলা। তাই পরের রাউন্ডে যেতে গেলে হরিয়ানাকে হারাতেই হবে, এটাই একমাত্র অঙ্ক ছিল অভিমন্যু ঈশ্বরণদের সামনে। বিমানবিভ্রাট সামলে এই ম্যাচের দলে ফিরেছিলেন শাহবাজ আহমেদ। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল বাংলা। ২৪ রানে হেরে এবারের মতো জাতীয় টি-২০তে বাংলার অভিযান শেষ।
সোমবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। কিন্তু প্রথম থেকেই বিপক্ষের উপর সেভাবে চাপ তৈরি করতে পারেননি আকাশ দীপরা। মোট সাতজন বোলারকে দিয়ে এদিন রান আটকানোর চেষ্টা করেন অভিমন্যু। কিন্তু শামি ছাড়া কেউই দাগ কাটতে পারেননি। চার ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট পেয়েছেন শামি। দু'টি করে উইকেট পেয়েছেন প্রদীপ্ত এবং আকাশ। একটি উইকেট সায়নের। কিন্তু অধিকাংশ বোলার বেশি রান দেওয়া ১৯১ রান করে হরিয়ানা। সর্বোচ্চ ৪৮ রান করেন নিশান্ত সিন্ধু।
১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল বাংলা। করণ লাল তাড়াতাড়ি আউট হলেও বিস্ফোরক মেজাজে ব্যাট করছিলেন অভিষেক পোড়েল (৪৭)। চার নম্বরে নেমে ঋত্বিক চট্টোপাধ্যায় ৪৪ রান করেন। কিন্তু যুবরাজ কেশওয়ানি (২৫) আউট হতেই ধস নামে বঙ্গ ব্যাটিংয়ে। লোয়ার অর্ডারে কেউই বলার মতো রান পাননি। ২০ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলা। দু'টি করে উইকেট পেয়েছেন হরিয়ানার চার বোলার।
