সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসতে মরিয়া তিনি। কেরিয়ার বাঁচাতে মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলছেন ২৫ বছর বয়সি ক্রিকেটার। বিগত কয়েক মরশুমে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চলতি ঘরোয়া মরশুমে নিজেকে ফিরে পেয়েছেন। রনজি ট্রফির ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে নজির গড়ে ডবল সেঞ্চুরি হাঁকানো পৃথ্বী শ কামব্যাকের লড়াইয়ে আরও এক ধাপ এগোলেন। এবার রাজ্য দলকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দলে ডাক পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। প্রায় দু'বছর পর ফের জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। তাঁর জায়গায় রাজ্য দলকে নেতৃত্ব দিতে চলেছেন পৃথ্বী। সৈয়দ মুস্তাক আলি ট্রফির লিগ পর্বে মহারাষ্ট্রের নেতৃত্ব দেবেন তিনি। শুক্রবার মুস্তাক আলি ট্রফির জন্য মহারাষ্ট্রের ১৬ জনের দল ঘোষণা হয়েছিল। প্রাক্তন বাঁহাতি স্পিনার অক্ষয় দারেকরের সভাপতিত্বে ঘোষিত দলে কোনও সহ-অধিনায়ক রাখা না হলেও অধিনায়ক ছিলেন রুতুরাজকেই। তবে ২৮ বছরের এই ক্রিকেটার জাতীয় দলে ডাক পাওয়ায় এখন পরিকল্পনা বদলাতে হবে মহারাষ্ট্র ম্যানেজমেন্টকে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, তাদের নিয়মিত অধিনায়ক ভারতীয় দলে সুযোগ পাওয়ায় টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই পৃথ্বীর সঙ্গে কথা বলেছে। তাঁকে তৈরি থাকার কথাও বলা হয়েছে। সোমবার সরকারিভাবে অধিনায়ক হিসাবে পৃথ্বীর নাম ঘোষণা করার কথা। আগের মরশুমের মেগা নিলামে অবিক্রীত থেকে গিয়েছিলেন পৃথ্বী। তবে বছর ঘুরতে ঘুরতে পরিস্থিতি অনেকটাই বদলেছে। সেই কারণে আগামী মাসে আইপিএলের মিনি নিলামের আগে মহারাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার এর চেয়ে ভালো সময় আর হতে পারে না।
মুম্বই থেকে মহারাষ্ট্রে এসে রনজি ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন পৃথ্বী। সাত ইনিংসে ৪৭০ রান করেছেন। এর মধ্যে একটি ডবল সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি। গড় ৬৭.১৪। উল্লেখ্য, মুস্তাক আলি ট্রফির গ্রুপ-বি'তে জম্মু ও কাশ্মীর, হায়দরাবাদ, চণ্ডীগড়, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং গোয়ার সঙ্গে কঠিন গ্রুপে রয়েছে মহারাষ্ট্র। পৃথ্বীরা তাঁদের সমস্ত ম্যাচ কলকাতায় খেলবেন।
উল্লেখ্য, অতীতে একাধিকবার বিশৃঙ্খলার অভিযোগে জড়িয়েছিলেন পৃথ্বী। একটা সময় ডোপিংয়ের জন্য ৮ মাস নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে। কখনও তিনি রাস্তায় হাতাহাতিতে জড়িয়েছেন, কখনও বা কোভিডের বিধি ভেঙে ঘুরতে বেরিয়েছেন। এমনকী ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হওয়ার পর তাঁর স্বাস্থ্যসচেতনতা নিয়ে কথা উঠেছিল। সেখান থেকে তাঁর এই 'পরিবর্তন' প্রশংসা কুড়িয়ে নিয়েছে ক্রিকেটমহলের। সেই পৃথ্বীর মাথায় এবার উঠতে চলেছে অধিনায়ত্বের তাজ।
