সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এও এক ধরনের সার্জিক্যাল স্ট্রাইক। সম্প্রচারকারী দুনিয়ায়। ভারতে আর পিএসএল দেখা যাবে না। ২৪ এপ্রিল, বৃহস্পতিবার থেকে পিএসএল সম্প্রচার স্থগিত রাখার কথা ঘোষণা করেছে অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার প্ল্যাটফর্ম ফ্যানকোড। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
কেবল তাই নয়, ইতিমধ্যেই ফ্যানকোডের ওয়েবসাইট থেকে পিএসএলের সমস্ত তথ্য কিংবা পুরনো ভিডিও ক্লিপ সরিয়ে ফেলেছে তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের তরফে এখন অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও আগামী দিনে পিএসএল এই ব্যাপারে পালটা পদক্ষেপ নেয় কিনা, সেই দিকেও নজর রাখছেন বিশেষজ্ঞরা। ফ্যানকোডের এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, প্রথম ১৩টি ম্যাচ সম্প্রচার করেছিল তারা। যদিও এরপর থেকে আর কোনও ম্যাচ এই অ্যাপে দেখা যাবে না বলে জানানো হয়েছে। ফ্যানকোডের এমন সিদ্ধান্তের পর তুমুল ধাক্কা খেতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, এর ফলে ভিউয়ারশিপে বিরাট প্রভাব পড়তে চলেছে।
যদিও টিভিতে পিএসএল সম্প্রচারিত হচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। তাদের তরফে এখন অবধি কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, বৃহস্পতি এবং শুক্রবার পিএসএল সম্প্রচার করবে না তারা।
