সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরলেন দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক। পাকিস্তান সফরে তাঁকে ফের ২২ গজে দেখা যেতে চলেছে। তার আগে নামিবিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচেও খেলবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর অবসর ঘোষণা করেছিলেন ৩২ বছরের এই তারকা। তবে সাদা বলে তিনি শেষ বার খেলেছিলেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচে ভারতের কাছে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার হেডকোচ শুকরি কনরাড বলেন, "সাদা বলের ক্রিকেটে কুইন্টনের প্রত্যাবর্তন আমাদের জন্য দারুণ খবর। গত মাসেই আমরা তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল। তখনই বুঝেছিলাম, দেশের হয়ে খেলার প্রবল ইচ্ছা রয়েছে ওর। সবাই জানে ও কী করতে পারে। তাই ওর মতো ক্রিকেটার ফিরে আসায় দলেরই লাভ।"
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫৫টি ওয়ানডে খেলেছেন ডি কক। করেছেন ৬৭৭০ রান। ৩০টি হাফসেঞ্চুরি, ২১টি সেঞ্চুরি রয়েছে। গড় ৪৫.৭৪। ডি কক অবসর ভেঙে ফিরলেও পায়ের পেশিতে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। এ বছরের শেষের দিকে ভারতের বিপক্ষে দু-ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এখন দেখার, ভারতের বিরুদ্ধে তিনি খেলতে পারেন কি না।
