সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে 'কমেডি অফ এররস'। একটা বল তিনবার মিস থ্রো হল, ব্যাটাররাও রান নিয়েই গেল। সব মিলিয়ে প্রবল হতাশ রবিচন্দ্রন অশ্বিন। ঘটনা হচ্ছে, এই 'ভুলে'র সূত্রপাত অশ্বিনকে দিয়ে। ভিডিও ভাইরাল হতেই হাসির রোল নেটদুনিয়ায়।
অদ্ভুত ঘটনাটি ঘটে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। দিন্ডিগুল ড্রাগনসের তখন বল করছে। ব্যাটিংয়ে সিয়েচেম মাদুরাই প্যান্থার্স। কুড়িতম ওভারের চতুর্থ বলে এক্সট্রা কভারের দিকে মারেন গুর্জনপ্রীত সিং। বলটি ধরে নন-স্ট্রাইকিং এন্ডে ছোড়েন অশ্বিন। কিন্তু বোলার তখন ধারেকাছেই ছিল না। বল উইকেটে না লেগে সোজা চলে যায় মিড উইকেটের দিকে।
সেই ফাঁকে একটি রান নিয়ে নেন গুর্জনপ্রীত। এদিকে মিড উইকেট থেকে বল ছোড়া হয় কিপারের দিকে। দিন্ডিগুলের কিপার আবার তখন স্টাম্পের দিকে ছুটে এসেছেন। সেই বলটিও তাঁর নাগালের বাইরে চলে যায়। আবার একটি রান নিয়ে নেয় মাদুরাইয়ের ব্যাটাররা। এদিকে থার্ড ম্যানের কাছে বল গেলে তিনি আবার ছোড়েন নন-স্ট্রাইকিং এন্ডে। সেটা আবার বোলার ধরতে পারেনি। ততক্ষণে আরও একটি রান নিয়ে নেন ব্যাটাররা। অর্থাৎ সব মিলিয়ে তিনটি রান হয়ে যায়।
তারপর অবশ্য আর রান হয়নি। এবার যে ক্রিকেটারের কাছে বল যায়, পরিস্থিতি বুঝে তিনি আর থ্রো করার ঝুঁকি নেননি। আর এই সব কাণ্ড দেখে অশ্বিনকে যথেষ্ট বিরক্ত ও হতাশা বলে মনে হয়। অবশ্য ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি দিন্ডিগুলের। ১৫১ রানের লক্ষ্য সহজেই তুলে নেয় অশ্বিনের দল। তিনি নিজে ২৯ বলে ৪৯ রান করেন।
