shono
Advertisement
Virat Kohli

আউট করবেন নারিনকে! আন্ডারটেকারের মতো 'ভয়' দেখালেন বিরাট, দেখুন ভিডিও

রবিবারের ইডেনে নাইটদের বিরুদ্ধে নতুন অবতারে ধরা দিলেন বেঙ্গালুরু তারকা।
Posted: 06:27 PM Apr 21, 2024Updated: 06:40 PM Apr 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে সাধারণত আগ্রাসী মেজাজেই দেখা যায় তাঁকে। আবার মজা করতেও বিরাট কোহলির (Virat Kohli) জুড়ি মেলা ভার। কখনও গানের ছন্দে কোমর দুলিয়েছেন তিনি। কখনও বা সতীর্থদের সঙ্গে মশকরা করেছেন। রবিবারের ইডেনে নাইটদের (Kolkata Knight Riders) বিরুদ্ধেও নতুন অবতারের ধরা দিলেন বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) তারকা। এদিন তিনি 'ভয়' দেখালেন কেকেআরের সুনীল নারিনকে (Sunil Narine)।

Advertisement

ঠিক কী কাণ্ড করলেন 'কিং' কোহলি? রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। নাইটদের হয়ে ওপেন করতে আসেন ফিল সল্ট আর সুনীল নারিন। কিন্তু বল করবেন কে? হঠাৎই দেখা যায় 'অরেঞ্জ ক্যাপ' খুলে হাত ঘোরাচ্ছেন বিরাট। যদিও শেষ পর্যন্ত বল করলেন না। বরং নারিনের সঙ্গে মজায় মেতে উঠলেন তিনি।

[আরও পড়ুন: ‘আমাকে কখনও স্ট্রাগল করতে হয়নি, ওদের লড়াইটা দেখুন’, বিরাটের মুখে কাদের কথা?]

কেকেআর ব্যাটারকে আসতে দিয়েই আগ্রাসী ভাবে তাঁর দিকে এগিয়ে যান বিরাট। তার পর গলায় নিজের আঙুল টেনে 'ভয়' দেখান তিনি। যা আগে করতে দেখা যেত ডবলিউ ডবলিউ ই (WWE) তারকা আন্ডারটেকারকে (Undertaker)। প্রতিপক্ষকে হারানোর আগে এভাবেই তিনি ইঙ্গিত করতেন। এদিন বিরাটও সেই ভঙ্গিই করলেন বিরাট। যেন ব্যাট করতে এলেই নারিনকে আউট করবেন তিনি।

বিরাটের 'শাসানি' সত্ত্বেও প্রথম ইনিংসে ভালো রান তুলল নাইটরা। নারিন এদিন ব্যর্থ হলেও ঝড় তোলেন ফিল সল্ট। মাত্র ১৪ বলে ৪৮ রান করেন তিনি। শেষ বেলায় রাসেল-রমনপ্রীতের ব্যাটে ভর করে ২২২ রানে থামে কলকাতার ইনিংস।

[আরও পড়ুন: রোহিতের আপত্তির জের, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বদলের ভাবনা বিসিসিআইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট মাঠে সাধারণত আগ্রাসী মেজাজেই দেখা যায়। আবার মজা করতেও বিরাট কোহলির জুড়ি মেলা ভার।
  • কখনও গানের ছন্দে কোমর দুলিয়েছেন তিনি। কখনও বা সতীর্থদের সঙ্গে মশকরা করেছেন বিরাট।
  • এদিন বিরাট 'ভয়' দেখালেন কেকেআরের সুনীল নারিনকে।
Advertisement