সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস একেবারেই ভালো যায়নি টিম ইন্ডিয়ার জন্য। বিশেষ করে টেস্ট ক্রিকেটের ছবিটা আরও ভয়াবহ। অবশেষে বর্ডার গাভাসকর ট্রফিতে ১-৩ ব্যবধানে হারার পর নড়েচড়ে বসেছে বিসিসিআই। চলছে একাধিক বদলের পরিকল্পনা। আর সব ঠিকঠাক চললে, মাঠের পারফরম্যান্স অনুযায়ী বেতন পাবেন ক্রিকেটাররা।
অজি সফরে ব্যর্থতার পর আলোচনায় বসেছিলেন রোহিত শর্মা, গৌতম গম্ভীর, অজিত আগরকররা। সেখানে একাধিক বিষয়ে কথাবার্তা হয়। তার মধ্যে একটি হল পারফরম্যান্স নির্ভর বেতনের নীতি। একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর, ক্রিকেটারদের এখন থেকে আরও 'দায়িত্ববান' হতে হবে। আর যদি সেই 'দায়িত্বপালনে' ব্যর্থ হন, তাহলে বেতন কাটা হতে পারে। 'কর্পোরেট' ধাঁচের মতো করে ক্রিকেটারদের বার্ষিক বেতন নির্ধারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সূত্রের খবর, যদি পারফরম্যান্স নির্ধারিত মানে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে সেটা ক্রিকেটারদের আয়ে প্রভাব ফেলবে। তাছাড়া আরও একটি বিষয় ভাবাচ্ছে বোর্ডকে। টেস্ট ক্রিকেটের প্রতি নতুন ক্রিকেটারদের আগ্রহ কমছে কিনা। অনেকেই আবার সাদা বলের ক্রিকেটের দিকে বেশি ঝুঁকছেন। সেটা যাতে না হয় ও আগামী প্রজন্ম টেস্ট ক্রিকেটের গুরুত্ব বুঝতে পারে, তাই কড়া অবস্থান নিতে চলেছে বিসিসিআই।
প্রসঙ্গত ২০২৪ সালে বিসিসিআই থেকে 'ইনসেন্টিভ' প্রথা চালু করা হয়েছিল। ২০২২-২৩ থেকে যে ক্রিকেটাররা টেস্টের প্রথম একাদশে ৫০ শতাংশের বেশি ম্যাচ থাকতেন, তাঁদের ম্যাচপিছু অতিরিক্ত ৩০ লক্ষ টাকা দেওয়া হত। আবার প্রথম একাদশে টেস্টের প্রথম একাদশে ৭৫ শতাংশের বেশি ম্যাচ থাকলে পেতেন অতিরিক্ত ৪৫ লক্ষ টাকা। তবে এই নিয়মে বদল আসছে কিনা জানা যায়নি।