সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত রবিবার হায়দরাবাদের এক অনুষ্ঠানে গিয়ে উন্মত্ত জনতার ভিড়ে টানাহেঁচড়ার শিকার হন সামান্থা রুথ প্রভু। সেই বিশৃঙ্খলার মুহূর্ত সোশাল পাড়ায় ব্যাপক হারে ভাইরাল হওয়ায় সমালোচিত হতে হয় অনুষ্ঠান উদ্যোক্তাদের। প্রশ্ন ওঠে, দিনের আলোয় একজন অভিনেত্রীকেই যদি এহেন হেনস্তার শিকার হতে হয়, তাহলে আমজনতার নিরাপত্তা কোথায়? সংশ্লিষ্ট ইস্যুতে সরব হন দক্ষিণী সিনেদুনিয়ার একাংশও। এই ঘটনার পর এবার সামান্থার স্বামী রাজ নিদিমরু যা করলেন, সেটাই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।
রবিবার হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে যাওয়ার কথা ছিল সামান্থার। কথামতো নির্ধারিত সময়ে অনুষ্ঠানস্থলেও পৌঁছন অভিনেত্রী। তবে মঞ্চ থেকে নেমে গাড়ির উদ্দেশে যাওয়ার সময় বিপাকে পড়তে হয় সামান্থাকে। একঝাঁক উন্মত্ত জনতা আচমকাই ঘিরে ধরে তাঁকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বাইরে দাঁড়ানো নিরাপত্তারক্ষীরাও কার্যত ব্যর্থ হন ওই জনসুনামি সামাল দিতে। সামান্থাও এক পা এগোতে পারছিলেন না এমতাবস্থায়। এরপর সই-সেলফির দাবি তুলে শুরু হয় টানাহেঁচড়া! যদিও সামান্থা মেজাজ হারাননি। ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হওয়ার পরেও ঠোঁটের কোণে একচিলতে হাসি বজায় রেখেছিলেন। পরে ভক্তদের আবদার মিটিয়ে পুলিশি সাহায্যে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছতে পারেন অভিনেত্রী। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রতিবাদে সরব হন শিল্পীদের একাংশ। এরপর মঙ্গলবার রাতে মুম্বইয়ে পৌঁছন সামান্থা। সেখানেই অভিনেত্রীকে আগলে রাখতে দেখা গেল স্বামী রাজ নিদিমরুকে।
দেখা যায়, বিমানবন্দরে সামান্থাকে কিছুতেই কাছছাড়া করতে চাইছেন না ফ্যামিলি ম্যান পরিচালক। এমনকী স্ত্রীকে নজরের আড়ালও যেতে দিচ্ছেন না। বিমানবন্দরের ভিতর থেকেই সামান্থাকে আগলে দায়িত্ববাণ স্বামীর মতো গাড়ি পর্যন্ত পৌঁছন রাজ। আর সেই মুহূর্তই লেন্সবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। যদিও ছবিশিকারীদের দেখে মেজাজ হারাননি নবদম্পতি। আর সেই ভাইরাল ভিডিও দেখেই অনুরাগীরা বলছেন, হায়দরাবাদ কাণ্ডের জেরে রাগের বশেই কি নায়িকাকে বিমানবন্দরে কাছছাড়া করলেন না নতুন স্বামী?
