সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কি যাত্রা ফুরোবে রোহিত শর্মার? ক্রমশ চাপ বাড়ছে ভারত অধিনায়কের উপর। শোনা যাচ্ছে, এবার সামনের দিকে তাকাতে চায় বিসিসিআই। সেই বিষয়ে নাকি রোহিতের সঙ্গে কথাও হয়েছে বোর্ডের। আর সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হিটম্যানের জন্য।
বর্ডার গাভাসকর ট্রফিতে হারের পরই রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। এমনকী তাঁর টেস্ট কেরিয়ার 'শেষ', এমন জল্পনাও উঠে গিয়েছিল। রোহিত অবশ্য সটান জানিয়ে দিয়েছিলেন, এরকম কোনও পরিকল্পনা নেই। তবে এটাও ঠিক, অজি সফরে হার ও তাঁর অফ ফর্ম, দুটোই সমস্যা বাড়াচ্ছে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপর ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ। তার জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করছে বোর্ড।
আর সেই অঙ্কে রোহিতের না থাকার সম্ভাবনাই বেশি। ফলে ফের জল্পনা শুরু তাঁর অবসর নিয়ে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোর্ড চাইছে দলে বদল আনতে। সেটা শুধু টেস্টে নয়, ওয়ানডেতেও। সেই জন্য নতুন অধিনায়ক খোঁজার কাজও শুরু হয়ে গিয়েছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "নির্বাচকরা ও বোর্ডের কর্তাব্যক্তিরা এই নিয়ে কথা বলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতকে ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও পরের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ম্যানেজমেন্ট পরিকল্পনা চালু করতে চায়। বোর্ড চায়, এই পরিবর্তন যেন মসৃণ হয়।"
সেক্ষেত্রে পরবর্তী অধিনায়ক কি বুমরাহ? সেটা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে টেস্টে তাঁর ফিটনেস নিয়ে দুশ্চিন্তা থাকছে। গিলের ফর্মও ধারাবাহিক নয়। ফলে পন্থ বা আরও তরুণ যশস্বীর দিকে তাকাতে পারে বোর্ড। তবে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে রাজি নন তাঁরা। টেস্টে আরও একটু সময় দিতে চান কোহলিকে। অন্যদিকে ওয়ানডেতে তাঁর ফর্ম নিয়ে দুশ্চিন্তা করতে রাজি নয় বোর্ড।
