সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু সিং। নাইটদের আইপিএল অভিযান শেষ। এবার বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতিতে রিঙ্কু। শোনা যাচ্ছে, আগামী ৮ জুন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন হবে কেকেআরের ক্রিকেটারের।
জানুয়ারি মাসেই দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল। প্রিয়ার বাবা তুফানি সরোজের বক্তব্য ছিল, দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে। তিনি স্বীকার করে নিয়েছিলেন, এক বছরের উপর দু'জনের সম্পর্ক। জানা যাচ্ছে, এক ক্রিকেটারের মাধ্যমে রিঙ্কু ও প্রিয়ার আলাপ হয়। তুফানি জানান, "দুজনে একে-অপরকে অনেকদিন ধরেই পছন্দ করে। দুজনেই পরিবারের থেকে অনুমতি চেয়েছে। আমরা রাজিও হয়েছি।"
আগামী ৮ জুন লখনউয়ে বাগদান পর্ব সম্পন্ন হবে। এই অনুষ্ঠানটিকে দুই পরিবার ব্যক্তিগত গণ্ডিতেই সীমাবদ্ধ রাখতে চাইছে। বিয়ের অনুষ্ঠান হতে পারে বছরের শেষদিকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ১৮ নভেম্বর বারাণসীর কোনও বড় হোটেলে চার হাত এক হবে। সেখানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন।
কিন্তু কে এই প্রিয়া সরোজ? উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র বিপি সরোজকে ৩০ হাজার ভোটে হারিয়েছিলেন তিনি। তাঁর বাবা তুফানি সরোজ তিনবার সাংসদ ছিলেন। বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক। ২৬ বছর বয়সি প্রিয়া আইন নিয়ে পড়াশোনা করেছেন। প্রথমে বিচারক হওয়ার ইচ্ছা থাকলেও পরে বাবার মতো রাজনীতিতে যুক্ত হন।
