সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের আগে মহা নিলাম। তা নিয়ে দলবদলের বাজার গরম হয়ে উঠেছে। সোশাল মিডিয়ায় এই নিয়ে নিয়মিত চর্চা। যার মধ্যে আছে একাধিক ভুয়ো খবর। সেরকমই খবর রটেছে ঋষভ পন্থকে নিয়ে। এই 'ভুয়ো খবর'-এর রমরমা নিয়ে কড়া বার্তা দিলেন ভারতীয় দলের উইকেটকিপার।
কী সেই খবর? সম্প্রতি সোশাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে যায়, আইপিএলে আগামী মরশুমে দিল্লির হয়ে খেলবেন না পন্থ। সেক্ষেত্রে তাঁর নতুন ঠিকানা কী হবে? ক্রিকেটপ্রেমীদের একাংশের বক্তব্য, তিনি খেলতে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। এমনকী এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও শুরু হয়ে যায়। যেখানে পন্থকে রীতিমতো আরসিবি-র জার্সি পরানো হয়।
তা নিয়ে ক্ষুব্ধ পন্থ। আরসিবি-র জার্সি পরা সেই ছবিটার উত্তরে তিনিও সোশাল মিডিয়ায় লেখেন, "ভুয়ো খবর। সোশাল মিডিয়ায় তোমরা এত ভুয়ো খবর ছড়াও কেন? একটু দায়িত্ববান হও। অকারণে অবিশ্বাসের পরিবেশ তৈরি করছ কেন? সেটা ভালো নয়। এটা প্রথমবার নয়। জানি, এটা এখানেই শেষ হবে না। কিন্তু আমাকে বিষয়টা নিয়ে কথা বলতেই হচ্ছে। দয়া করে যে খবরগুলো পাচ্ছ, সেগুলোকে একবার যাচাই করে নাও।"
'ভুয়ো খবর' যে হারে বাড়ছে, তা থেকে সাবধান করছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তাঁর সংযোজন, "দিনকে দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বাকিটা তোমাদের উপর।" সেই পোস্টদাতাকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, "এটা শুধু তোমাকে বলছি না। আরও বহু মানুষ ভুয়ো খবর ছড়াচ্ছে, তাঁদেরকেও বলছি।" ঋষভের বার্তার পর কি 'ভুয়ো খবর' ছড়ানো থামবে? সেটা সময়ই বলবে।