shono
Advertisement
RO-KO

বিরাট পুরস্কার! আইসিসি ক্রমতালিকায় গিলকে টপকালেন কোহলি, শীর্ষে এখনও রোহিত

প্রথম দশে ভারতীয়দের মধ্যে আর কে রয়েছেন?
Published By: Prasenjit DuttaPosted: 06:01 PM Dec 03, 2025Updated: 07:59 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে যে একটামাত্র ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া, সেই ম্যাচে রান পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে'তে ৫২তম সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার পুরস্কারও পেলেন হাতেনাতে। আইসিসি'র ওয়ানডে ক্রমতালিকায় এগোলেন তিনি। সিংহাসনে এখনও রোহিত শর্মা। 

Advertisement

সিরিজের প্রথম ওয়ানডে'তে ১২০ বলে ১৩৫ রান করেছেন বিরাট। এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল মাস্টার ব্লাস্টারের নামে। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। এমন দুর্ধর্ষ পারফরম্যান্সের পর শুভমান গিলকে পিছনে ফেলে আইসিসি ক্রমতালিকায় এক ধাপ এগিয়ে বিরাট এখন চতুর্থ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৭৫১। ক্রমতালিকায় এগোনোর দিনেই রায়পুরে ফের সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। তাঁর ভক্তদের আশা, এবার হয়তো র‍্যাঙ্কিংয়ে আরও এগোবেন তিনি। 

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না শুভমান গিল। তাঁর রেটিং পয়েন্ট ৭৩৮। রেটিং ৭৮৩ নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন রোহিত শর্মা। হিটম্যানের পরে ৭৬৬ রেটিং নিয়ে কিউয়ি তারকা ডারিল মিচেল। প্রথম দশে রয়েছেন শ্রেয়স আইয়ারও। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৩। তিনি নবম স্থানে।

ক্রমতালিকায় তিন নম্বর জায়গাটা ধরে রেখেছেন আফগান তারকা ইব্রাহিম জাদরান। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৪। অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় আড়াই বছর পর সেঞ্চুরি হাঁকিয়ে ৭২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ বাবর আজম। সপ্তমে আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। দুই ধাপ এগিয়ে আটে ক্যারিবিয়ান তারকা শাই হোপ। এক ধাপ নেমে দশ নম্বরে শ্রীলঙ্কার চরিথ আশালঙ্কা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে'তে ৫২তম সেঞ্চুরি হাঁকিয়েছেন।
  • যার পুরস্কারও পেলেন হাতেনাতে।
  • ওয়ানডে'র আইসিসি'র ক্রমতালিকায় এগোলেন তিনি।
Advertisement