shono
Advertisement
Australia Cricket Team

রোহিত-কোহলির 'বিদায়ী সফরে' নেই কামিন্স-ম্যাক্সওয়েল, দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

১৯ অক্টোবর থেকে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ।
Published By: Arpan DasPosted: 12:04 PM Oct 07, 2025Updated: 12:04 PM Oct 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২৪ দিন পর ফের মাঠে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে। চলতি বছরের ৯ মার্চ দুই ক্রিকেটারকে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার অস্ট্রেলিয়া সফরে ফের মাঠে নামবেন তাঁরা। অজিভূমে কাদের মোকাবিলা করতে হবে রো-কো'কে? দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টির দলও জানিয়ে দিয়েছে তারা। দলে নেই প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল।

Advertisement

১৯ অক্টোবর থেকে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। কামিন্স এখনও চোট সারিয়ে পুরোপুরি ফিট হননি। তাছাড়া সামনে অ্যাসেজ রয়েছে। সেখানে পুরো ছন্দে থাকার জন্যই ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন না কামিন্স। সেই জায়গায় ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। পেস বিভাগের দায়িত্বে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জাভিয়ের বার্টলেট, বেন ডুয়ারসুইস। এছাড়া প্রথম ওয়ানডেতে খেলবেন না অ্যালেক্স ক্যারি। অ্যাসেজের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি সিরিজেও থাকবেন না তিনি। একই কারণে নেই ক্যামেরন গ্রিনও। তবে দলে ফিরেছেন জস ইংলিশ। চোটের জন্য খেলছেন না গ্লেন ম্যাক্সওয়েল।

অনেকেরই ধারণা, এটাই ‘রো-কো’র বিদায়ী সফর। এরপর আর হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের দেখা যাবে না। সেই কারণে তাঁদের নিয়ে সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস। জানা গিয়েছে, সিরিজ শুরুর ১৩ দিন আগে সমস্ত ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে মোট আটটি ম্যাচের ১ লক্ষ ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র ৩০ হাজার টিকিট। জানা গিয়েছে, পারথে কিছু টিকিট এখনও বিক্রি হওয়া বাকি থাকলেও অ্যাডিলেড এবং সিডনির টিকিট নিঃশেষিত।

অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিতকে সরিয়ে শুভমান গিলকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। দলে রয়েছেন বিরাট কোহলিও। তাঁদের দেখার জন্য উদগ্রীব ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়ায় ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে সফর শুরু করবে ভারত। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলি এবং রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনা তো রয়েইছে। তাছাড়াও টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আগ্রহ তুঙ্গে। জানা গিয়েছে, তিন ওয়ানডে-সহ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচেরও টিকিট প্রায় শেষ। ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২২৪ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে।
  • চলতি বছরের ৯ মার্চ দুই ক্রিকেটারকে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
  • দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টির দলও জানিয়ে দিয়েছে তারা।
Advertisement