সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩, ৬, ১০, ৩, ৯। চলতি বর্ডার গাভাসকর সিরিজের তিনটি টেস্ট মিলিয়ে এই হল রোহিত শর্মার ব্যাটিংয়ের ছবি। গত সেপ্টেম্বর থেকে ১৫টি ইনিংসে তাঁর সংগ্রহ ১৬৪ রান। এর পর আর বলার অপেক্ষা রাখে না যে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ তিনি। অধিনায়ক হিসেবেও তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। এমনকী তাঁর অবসর নেওয়া উচিত বলেও রব উঠেছে। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, টেস্ট থেকে সত্যিই নাকি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রোহিত। ঠিক করে ফেলেছেন দিনক্ষণও।
গোটা সিরিজেই চর্চার কেন্দ্রবিন্দুতে রোহিত শর্মা। সন্তান জন্মানোর জন্য পারথ টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন। সেই ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জেতান জশপ্রীত বুমরাহ। দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে যোগ দিয়ে ছনম্বরে ব্যাটিং করেন। কিন্তু ফর্মের ধারেকাছেও ছিলেন না তিনি। সেই পিঙ্ক বল টেস্টে হারে ভারত। তৃতীয় টেস্টেও বদলায়নি ছবিটা। ব্রিসবেনেও ব্যাটিং ও নেতৃত্বে বিপর্যস্ত রোহিত। বৃষ্টির কৃপায় সেই টেস্ট ড্র হলেও মেলবোর্নে কামিন্সদের কাছে পরাস্ত টিম ইন্ডিয়া। এই ম্যাচে ওপেনিংয়ে নেমেও নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি হিটম্যান। আর সেই কারণেই বারবার সমালোচনায় বিদ্ধ হতে হয় তাঁকে। এবার শোনা গেল, রোহিত নাকি নিজের টেস্ট অবসর নিয়ে ইতিমধ্যেই নির্বাচক মণ্ডলীর সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন, সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্টের পরই নাকি বিদায় নেবেন তিনি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচকদের কাছে অবসরের ইচ্ছাপ্রকাশ করেছেন রোহিত। সিডনি টেস্ট খেলেই পাঁচদিনের ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন। তবে ভারতীয় দল যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে আলোচনার ভিত্তিতে সেই সিদ্ধান্ত বদল করতেও পারেন। সেক্ষেত্রে ওই ফাইনাল ম্যাচই হবে তাঁর অন্তিম টেস্ট ম্যাচ। তাই সবমিলিয়ে এখন সিডনি টেস্টের গুরুত্ব শুধু দলের কাছেই নয়, রোহিত শর্মার কাছেও অতি গুরুত্বপূর্ণ। সেখানে তাঁর ব্যাট জ্বলে ওঠে কি না, সেদিকেই নজর থাকবে ক্রিকেটমহলের।