সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে'তে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ফিরতেই তাঁদের নিয়ে আলোচনায় কোনও অবকাশ নেই। কোহলি সেঞ্চুরি পাওয়ায় তিনি এখন মধ্যমণি। কম যান না রোহিত শর্মাও। রায়পুরে রান পাননি। তা সত্ত্বেও ভাইরাল হিটম্যান। দ্বিতীয় ওয়ানডে'র এক ফাঁকে রোহিতকে দেখা যায় বাউন্ডারির কাছে ঋষভ পন্থের সঙ্গে গল্প করতে। এর পরের ঘটনা নিয়েই সোশাল মিডিয়ায় চর্চা।
ঠিক কী ঘটেছে? দক্ষিণ আফ্রিকা ইনিংস শুরুর ঠিক আগের ঘটনা। টিম ইন্ডিয়া তখন ফিল্ডিংয়ে নামার জন্য প্রস্তুত। বাউন্ডারির কাছে দাঁড়িয়ে তখন শর্মাজির সঙ্গে কথা বলছেন পন্থ। হঠাৎ দেখা গেল 'সংস্কারী' রোহিতকে। দেখা গেল পন্থ এগিয়ে এসে হিটম্যানের গাল থেকে চোখের একটি পাতা তুলে নিয়ে রোহিতের হাতে দিতে। এরপর আঁখিপল্লব হাতে নিয়ে চোখ বন্ধ করে ফুঁ দিয়ে প্রার্থনা করতেও দেখা যায় তাঁকে।
নেটিজেনদের প্রশ্ন, প্রার্থনায় কী চেয়েছিলেন রোহিত? অনেকেই বলছেন, 'ভারতের জয়'। যদিও শেষ পর্যন্ত হেরে যায় গম্ভীর বাহিনী। রোহিতের সঙ্গে পন্থের সম্পর্ক কতটা ভালো, তা বোঝা গিয়েছে এই ঘটনায়। রোহিতের পক্ষেও দিনটা ভালো যায়নি। মাত্র ১৪ রানে নান্দ্রে বার্গারের বলে আউট হন।
দ্বিতীয় ওয়ানডেতে রান না পেয়ে কিছুটা হতাশ ছিলেন তিনি। রাঁচিতে মাঝেমাঝেই বোলারদের পরামর্শ দিতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী ফিল্ডিং সাজান। কিন্তু রায়পুরে সেটা কিছুটা হলেও উধাও ছিল। ফিল্ডিংয়ের সময় 'চেনা মেজাজে' দেখা যায়নি রোহিতকে। তিনি সাততাড়াতাড়ি আউট হলেও বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরির সৌজন্যে ভারত ৩৫৮ রান করে ভারত। সেই ম্যাচ চার বল বাকি থাকতে ৪ উইকেটে জিতে সিরিজের সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। তবে হারের পরেও ভাইরাল পন্থের সঙ্গে রোহিতের এই ভিডিও।
