সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট সিরিজের হতাশা ভুলে ওয়ানডে সিরিজ নতুন করে শুরু করতে চাইছে টিম ইন্ডিয়া। তাতে ভারতীয় দলের মূল ভরসা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অধিনায়ক কে এল রাহুল বলে গিয়েছেন, রোকো-র উপস্থিতি দলে নতুন প্রাণশক্তির সঞ্চার করেছে। নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে। সেসবই ঠিক আছে, কিন্তু দুই মহাতারকাও জানেন শুধু উপস্থিতি যথেষ্ট নয়। পারফর্ম করতে হবে তাঁদের।
রোহিত শর্মা আবার এক বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে। সব ঠিক থাকলে তিনি এই ম্যাচেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ছক্কার মালিক হয়ে যেতে পারেন। ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন রয়েছে পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। তিনি ৩৯৮ ম্যাচে ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন। মাত্র ২৭৬ ম্যাচে ৩৪৯ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে রোহিত। অর্থাৎ রবিবার রাঁচিতে দুটি ছক্কা হাঁকাতে পারলেই বিশ্বরেকর্ড গড়ে ফেলবেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই তালিকায় তৃতীয় স্থানে ক্রিস গেল। ৩০১ ম্যাচে তিনি হাঁকিয়েছেন ৩৩১টি ছক্কা।
রবিবারের রাঁচি রোহিতের কাছে এই রেকর্ড ভাঙার প্রত্যাশায়। অবশ্য ভারতীয় শিবির চাইবে টেস্ট সিরিজের হতাশা কাটিয়ে সার্বিকভাবেই চাঙ্গা হয়ে উঠুক টিম ইন্ডিয়া। গোটা টেস্ট সিরিজে গম্ভীর এন্ড কোম্পানিকে তাড়া করেছে পিচ বিতর্ক। শোনা যাচ্ছে, রাঁচির পিচে বিতর্কের তেমন অবকাশ থাকছে না। এখানে অতটা স্পিন সহায়ক পিচ পাবেন না বোলাররা। বরং ব্যাটাররা অনেক বেশি সুবিধা পেতে পারেন। স্পিনের তুলনায় পেসাররা ভালো করার সম্ভাবনা রয়েছে।
তবে সব অঙ্ক বদলে দিতে পারে শিশির। বছরের এই সময়টা সন্ধের দিকে পূর্ব ভারতে অতিমাত্রায় শিশির পড়ে। সেক্ষেত্রে স্পিনারদের পক্ষে বোলিং আরও সমস্যার হতে পারে। এখন মুশকিল হল, ভারতীয় দল বরাবর অন্তত দু'জন স্পিন বোলিং অলরাউন্ডার খেলাতে পছন্দ করে। দেখা যাক রবিবারে কী সিদ্ধান্ত নেওয়া হয়। তবে একটা জিনিস নিসচিত, রাঁচিতে যারাই টস জিতুক, আগে বল করতে চাইবে।
