সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর ফ্রেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা ইভেন্টের আগে টিম ইন্ডিয়ার জার্সি প্রকাশ্যে এল বুধবার। নীল জার্সির উদ্বোধন করলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিটম্যান।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। জার্সি উন্মোচনে তিনি তো বটেই, ছিলেন তিলক বর্মাও। গত এশিয়া কাপ জেতানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও। জার্সিটির ডিজাইনে কিছুটা বদল হয়েছে। যার বুকের উপর ডোরাকাটা।
রায়পুরে ভারতের ইনিংস শেষে ছোট্ট অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার জার্সি উন্মোচিত হয়। সেখানে রোহিত বলেন, "২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। এরপর ১৫ বছরেরও বেশি সময় আমাদের অপেক্ষা করতে হয়েছিল। একটা দীর্ঘ যাত্রা যাত্রা ছিল। সেই পথে অনেক উত্থান-পতন এসেছে। আগের বার চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি অসাধারণ ছিল।"
হিটম্যানের সংযোজন, "আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে। আশা করছি, রোমাঞ্চে ভরা প্রতিযোগিতার হতে চলেছে। দলের জন্য শুভকামনা থাকবে সব সময়। আমি নিশ্চিত যে, সমর্থকরাও পাশে থাকবেন, সমর্থন করবেন। ক্রিকেটাররাও সেরাটা উজাড় করে দেবে।"
সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে চূড়ান্ত সফল রোহিত। অল্পের জন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি। নামের পাশে রয়েছে ৫ সেঞ্চুরি। যা আর কারও নেই। এহেন রেকর্ডের মালিককেই জয় শাহ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে ঘোষণা করেছেন।
