সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁহাতে বল নিয়ে হালকা ছলে দৌড়ে আসা। ডেলিভারির ঠিক আগে শূন্যে ভেসে ওঠা সেই লাফ। তারপর দর্শনীয় ডেলিভারি। কখনও গতিতে বোকা বানিয়ে ছিটকে দিচ্ছে উইকেট, কখনও-বা সুইংয়ের হেরফেরে খোঁচা খেয়ে ব্যাটার বন্দি উইকেটকিপারের জালে। ভারতের নীল জার্সিতে দুহাত ছড়িয়ে সেলিব্রেশন।
এই ছবিটা বললে ঠিক কী কার কথা মনে পড়ে? কোনও ক্রিকেটভক্তই ভুল করবেন না। একস্বরে বলবেন জাহির খানের কথা। ঠিকই, কিন্তু যদি বলা যায় শুধু প্রাক্তন ভারতীয় পেসার নন, নতুন একজনের জাদুতে মেতেছে নেটদুনিয়া? এমনকী তার ভক্ত হয়ে উঠেছেন খোদ ক্রিকেট 'ঈশ্বর' শচীন তেণ্ডুলকরও। জাহির খানও উচ্ছ্বসিত সেই একই ডেলিভারি দেখে। কে এই প্রতিভা?
তার নাম সুশীলা মীনা। বয়স মাত্র ১২ বছর। বাড়ি রাজস্থান। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার বোলিংয়ের ভিডিও। ঠিক যেন জাহির খান! বলের গতিও কম নয়। ঠিকভাবে পরিচর্যা করলে ভবিষ্যতে ভারতের ক্রিকেটদলের সম্পদ হয়ে উঠতে পারে। সেই আবেদনও করছেন নেটিজেনরা। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকর। সুশীলার ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, 'মসৃণ, পরিশ্রমহীন। দেখতেও ভালো লাগছে। সুশীলা মীনার বোলিং অ্যাকশনে জাহির খানের ছায়া আছে। জাহির, তোমারও কি তাই মনে হয় না?'
শচীনের পোস্ট শেয়ার করে জাহির খানও লিখেছেন, 'একদম ঠিক বলেছ। সম্পূর্ণ সহমত। ওর বোলিং ধরন দেখে মুগ্ধ হতে হয়। ওকে এখন থেকেই প্রতিশ্রুতিমান মনে হচ্ছে।' ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য জাহির খান টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট তুলেছিলেন। শচীন ও জাহির, দুই কিংবদন্তির আশীর্বাদ পেলেন ১২ বছরের সুশীলা।