সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল কিংবা অভিষেক শর্মা তাঁরই হাতে তৈরি। এই দুই ওপেনার টিম ইন্ডিয়ায় এখন দ্যুতি ছড়াচ্ছেন। ‘গুরু’ যুবরাজের টোটকায় বিশ্বমঞ্চে দাপিয়ে খেলছেন তাঁরা। এবার নতুন ছাত্র পেয়ে গেলেন যুবরাজ সিং। বলা ভালো, বিশ্বকাপের আগে শ্রেষ্ঠত্বের খোঁজে যুবরাজের 'পাঠশালা'য় গেলেন সঞ্জু স্যামসন। তাঁর কাছে রীতিমতো ব্যাটিং টিপস নিলেন। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
যুবরাজের এই ভূমিকা ক্রিকেট মহলে যথেষ্ট কদর পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে তিনি সঞ্জুকে টিপস দিচ্ছেন, তাতে লাভবান হবেন এই উইকেটরক্ষক। একদল আবার বলছেন, গিল এবং অভিষেককে যেভাবে 'মানুষ' করেছেন, সেভাবেই হয়তো তারকা উইকেটরক্ষকও যুবির পরামর্শ পেয়ে টগবগিয়ে ছুটবেন।
সোশাল মিডিয়ায় যে ছবি ভাইরাল তাতে দেখা যাচ্ছে, যুবরাজ রীতিমতো ক্লাস নিচ্ছেন সঞ্জু স্যামসনের। ফুট মুভমেন্টও বুঝিয়ে দিচ্ছেন। সামনে প্যাড পরে দাঁড়িয়ে বাধ্য ছাত্রের মতো সেসব নখদর্পণে নেওয়ার চেষ্টা করছেন ৩১ বছরের ক্রিকেটার। নেটিজেনরা বলছেন, যুবরাজের টিপস নিয়ে আরও আক্রমণাত্মক মেজাজে অবতীর্ণ হবেন সঞ্জু। এতে অভিষেক শর্মার সঙ্গে তাঁর জুটি জমে উঠবে। যুবরাজের 'তালিমে'র পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কেমন খেলেন, তা দেখার জন্য মুখিয়ে তাঁরা।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটাররা অবসর নেন। এরপর কেরলের এই উইকেটকিপার-ব্যাটারকে টি-টোয়েন্টিতে ওপেনারের ভূমিকায় দেখা যায়। ১৮টি ম্যাচে ৩২.৮৮ গড়ে ৫৫৯ রানও করেন। স্ট্রাইক রেটও অসাধারণ। প্রায় ১৭৮। এর মধ্যে তিনটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি। যদিও এশিয়া কাপে শুভমান গিল টি-টোয়েন্টি স্কোয়াডে আসার পর ওপেনিং জায়গা খোয়াতে হয় সঞ্জুকে। তবে একের পর এক ব্যর্থতার পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন গিল। তাই ওপেনিংয়ে আবারও সঞ্জুর উপর ভরসা রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে।
