সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে প্রত্যাবর্তনের লড়াই চালাচ্ছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন। সেই শ্রেয়স ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে তো বটেই, এমনকী নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হয়তো তাঁকে পাওয়া যাবে না। এই আবহে শ্রেয়সকে দেখা গেল নিরাপত্তা কর্মীদের উপর মেজাজ হারাতে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
ভিডিওয় দেখা যাচ্ছে, শ্রেয়সকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। টিম ইন্ডিয়ার এই তারকার সঙ্গে সেলফি তুলতে চান তাঁরা। একজন তো হুমড়ি খেয়ে শ্রেয়সের গায়ে হাতও পর্যন্ত দেন। আর এতে কিছুটা বিরক্ত হন তিনি। নিরাপত্তা কর্মীদের উপর মেজাজ হারিয়ে বলেন, "ভাই তুমহারা কাম হ্যায় হটানা (ভাই, তোমার কাজ হল ভিড় সরিয়ে দেওয়া)।" এভাবেই নিরাপত্তা কর্মীকে দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন তিনি।
এমন ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, 'বাউন্সারই যখন ফ্যান।' আরেকজন বলছেন, 'এই সামান্য ঘটনায় কেন এভাবে রেগে গেলেন শ্রেয়স তা বোধগম্য নয়।' কারওর কথায়, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সরপঞ্চ সাহেব।' আর এক নেট নাগরিকের মন্তব্য, 'প্লীহায় আঘাত লেগেছে। সাধু সাবধান! তবে শ্রেয়স যেটা করেছে, সেটা করার পূর্ণ অধিকার তার আছে। কারণ সে মানুষ।'
সূত্রের খবর, শ্রেয়সের রিহ্যাব বেশ সময়সাপেক্ষ। ফিটনেস ঠিক জায়গায় থাকলেই মাঠে ফেরার অনুমতি পাবেন তিনি। জানা গিয়েছে, তাঁর রিহ্যাব চলবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। এর অর্থ দক্ষিণ আফ্রিকা তো বটেই, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না শ্রেয়স। ১১ জানুয়ারি থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। এই সিরিজের পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এই ফরম্যাটে অনেকদিন সুযোগ পাননি তিনি। তাই মনে করা হচ্ছে, হয়তো আইপিএলে মাঠে ফিরবেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। আর এই আবহেই ভাইরাল শ্রেয়সের মেজাজ হারানোর ভিডিও।
